জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সুজন চৌধুরী

রেলের ভূ-সম্পত্তিতে ফিরছেন মাহাবুব উল করিম

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ অক্টোবর, ২০২৪ at ৮:২৬ পূর্বাহ্ণ

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরীকে চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। অপরদিকে রাঙামাটি পার্বত্য উন্নয়ন বোর্ড সদস্য মাহাবুব উল করিমকে রেলওয়ে পূর্ব প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। মাহাবুব উল করিম এর আগে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ছিলেন।

গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলির সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, সুজন চৌধুরী ২০২১ সালের ২২ আগস্ট রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি ৩ বছর ২ মাস দায়িত্ব পালন করেছেন। সুজন চৌধুরী পূর্বাঞ্চল রেলে ভূসম্পত্তি হিসেবে যোগদানের পর একাধিক বড় বড় উচ্ছেদ অভিযান পরিচালনা করে চট্টগ্রামের তুলাতলী এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ দখলে থাকা জমি উদ্ধার করেছেন। এছাড়া চট্টগ্রামের টাইগারপাস আমবাগান, মাদারবাড়ি, সিআরবি এলাকাসহ নগরী ও জেলার রেল স্টেশন এবং রেললাইন ঘেঁষে থাকা বিপুল পরিমাণ জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়।

তবে পূর্বাঞ্চল রেলে ধারাবাহিক উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের কাছ থেকে বিপুল পরিমাণে রেলের জমি উদ্ধারের কারিগর ছিলেন সাবেক বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মাহাবুব উল করিম। তিনিও প্রায় তিন বছরের কাছাকাছি রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ছিলেন।

তিনি আম বাগান, ফয়স লেক, খুলশী, সিআরবি বিল্ডিংয়ের পেছনে গভীর পাহাড়ের ভেতরে অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদ করে রেলের উচ্ছেদ অভিযানে নতুন মোড় দিয়েছিলেন। তিনি সর্বশেষ মতিঝর্ণার অবৈধ দখলদারদের উচ্ছেদের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু উচ্ছেদের একদিন আগে তৎকালীন এক এমপির সরাসারি লিখিত নির্দেশে এই অভিযান বন্ধ হয়ে গিয়েছিল। তিনি আবার পূর্বাঞ্চলে আসলে রেলের বেহাত হওয়া ভূমি উদ্ধারে আগের মতোই ভূমিকা রাখবেন বলে মনে করেন রেলের কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধগুম কমিশনে অভিযোগ দিলেন ব্যারিস্টার আরমান
পরবর্তী নিবন্ধগণতন্ত্র নবায়নে বাংলাদেশের জন্য এখন ঐতিহাসিক সুযোগ : ভলকার তুর্ক