চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশিপের ২য় রাউন্ড শেষে ২০ জন খেলোয়াড় পূর্ণ ২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন। এরা হলেন– ফিদে মাস্টার আবদুল মালেক, মো. ইয়াকুব, ওমর খালেক, মাহবুবুর রহমান, আলি কায়সার, রাফি ইসলাম, সৈয়দ মো. শামসুল আলম, মির্জা আরিফুর রহমান, ফায়াজ মাহমুদ নিরব, সজীব দাশ, অন্বয় দাশ, সাইদুল আলম, জুবায়ের রহমান, মো. সুলতান, মো. আল মহসিন, নুরুল আলম ইসা, মো. জসিমউদ্দীন, মো. নাজিম উদ্দিন, আবির হোসেন আবির, ফাহিম রিসাত। ১.৫ পয়েন্ট নিয়ে ১০ জন খেলোয়াড় ২য় স্থানে আছেন। এই চ্যাম্পিয়নশিপে চীফ আরবিটর হিসেবে প্রকৌশলী এস এম তারেক, ডেপুটি হিসেবে রাকিবুল ইসলাম সাচ্চু ও আরবিটর হিসেবে নুরুল আমিন দায়িত্ব পালন করছেন।