জেলা তথ্য অফিসের আয়োজনে ছিপাতলীতে মহিলা সমাবেশ

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ মে, ২০২৪ at ৮:২২ পূর্বাহ্ণ

হাটহাজারীর ৬নং ছিপাতলী ইউনিয়নে প্রান্তিক পর্যায়ের উন্নয়ন প্রকল্পের অধীনে গতকাল সোমবার মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তর তথ্য মন্ত্রণালয়ের আওতায় জেলা তথ্য অধিদপ্তর এই সমাবেশের আয়োজন করে। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দীন। প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান নূরুল আহসান লাভু। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। মো. মহিম উদ্দীনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী তথ্য অফিসার মো. রহমত উল্লাহ চৌধুরী। বক্তব্য রাখেন ইউ পি সদস্য হানিফ বাবুল। সভায় বক্তারা প্রান্তিক পর্যায়ে গ্রামীণ জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ যথা একটি বাড়ি, একটি খামার, আশ্রয়ান প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষাসহ মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহ, সন্ত্রাস বিরোধী কার্যক্রম প্রতিরোধ, তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার, নারীর শিক্ষার অগ্রাধিকার, জেন্ডার সমতা নিশ্চিত করন এবং সরকারের বিগত ১৫ বছরে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য সমূহ তুলে ধরেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপে মিললো শিক্ষার্থীর ফেলে যাওয়া ট্রলিব্যাগ