জেলা ক্রীড়া অফিস আয়োজিত সেপাক টাকরো প্রতিযোগিতার সমাপনী

| শনিবার , ২১ অক্টোবর, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শেখ রাসেল দিবস উপলক্ষে সেপাক টাকরো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কর্ণফুলী দল ও রানার্স আপ হয় হালদা দল। প্রতিযোগিতা শেষে সেপাক টাকরো প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী ৩০ জন প্রশিক্ষণার্থীকে সনদ পত্র ও মেডেল প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে সনদ পত্র ও মেডেল প্রদান করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ..ম নাছির উদ্দীন। চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার ও সিজেকেএস নির্বাহী সদস্য হারুন অর রশিদ (কাজল) এর সভাপতিত্বে এবং সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য মোহাম্মদ শাহজাহান, মো. দিদারুল আলম, নাসির মিঞা, সিজেকেএস সেপাক টাকরো কমিটির সহসভাপতি লুৎফুল করিম সোহেল, সিজেকেএস কাউন্সিলর এনামুল হক, রায়হান উদ্দীন রুবেল, মুছা বাবলু, প্রশিক্ষক মো. রুবেল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমহানগর পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের ফাইনালে পাহাড়তলী ও বন্দর দল
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ফরচুন স্পোর্টস এরিনার উদ্বোধন.