জেলা ক্রীড়া অফিসের স্ট্রাইকার হান্ট কার্যক্রম

| বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনূর্ধ্ব১৪ বছর বয়সী ফুটবলারদের (স্ট্রাইকার) উন্মুক্ত ট্রায়াল আগামী ৩ মার্চ সকাল ১০টায় চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে (বড়পুল, হালিশহর) অনুষ্ঠিত হবে। উক্ত তারিখ ও স্থানে শর্তানুযায়ী যেকোন বিদ্যালয়/ একাডেমি/উপজেলার আগ্রহী খেলোয়াড়দের ট্রায়ালে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। খেলোয়াড়দের জন্ম তারিখ ১ মার্চ ২০১০ খ্রি. বা এর পরে হতে হবে, অনলাইন জন্মনিবন্ধন সনদের মূলকপি, সর্বশেষ পঠিত শ্রেণীর ছবিযুক্ত রেজিষ্ট্রেশন কার্ডের মূলকপি অথবা ছবিযুক্ত প্রত্যয়ন পত্রের মূলকপি ও ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি ১ কপি,খেলার সরঞ্জাম (জার্সি, প্যান্ট, মোজা, শিন গার্ড, বুট) অবশ্যই আনতে হবে। ট্রায়ালের জন্য কোন যাতায়াত ভাতা প্রদান করা হবে না। প্রত্যেক খেলোয়াড়কে অবশ্যই মেডিকেল টেস্টে উত্তীর্ণ হতে হবে। বাছাইকৃত সেরা ৮ জন জাতীয় পর্যায়ের ক্যাম্পে সুযোগ পাবে।

পূর্ববর্তী নিবন্ধবাদুরতলায় রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু