চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজিত সাঁতার প্রশিক্ষণ কর্মসুচি গতকাল বিকেলে চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজে উদ্বোধন করা হয়েছে। নগরীর ৫০ জন শিক্ষার্থীকে এই সাঁতার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক এস.এম গিয়াস উদ্দীন বাবর। চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ কাজল এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাঁতার প্রশিক্ষক নুজহাত জাহান। প্রধান অতিথি বলেন, সাঁতার হলো মাদার অব স্পোর্টস। এর মাধ্যমে বিনোদনের পাশাপাশি জীবন রক্ষা ও শারীরিক উন্নতি লাভ করা যায়। প্রশিক্ষণার্থীদের সাঁতার কস্টিউম সরবরাহ করা হয় এবং প্রশিক্ষণ শেষে আগামী ৩০ সেপ্টেম্বর প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র প্রদান করা হবে।