জেলা-উপজেলায় করোনা টিকাদান

আজাদী ডেস্ক | সোমবার , ৮ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:০৭ পূর্বাহ্ণ

মহামারী মুক্তির প্রত্যাশা নিয়ে সারাদেশে শুরু হয়েছে করোনাভাইরাসের গণ টিকাদান। এর অংশ হিসেবে চট্টগ্রাম নগরী ছাড়াও জেলা-উপজেলায় প্রথমদিনের মত টিকা গ্রহণ করেছেন অনেকেই। এরমধ্যে রয়েছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রাজনীতিক, সাংবাদিক ও সরকারি-বেসরকারি নানা শ্রেণি-পেশার মানুষ।
কঙবাজার : কঙবাজারে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম গতকাল রোববার থেকে শুরু হয়েছে। সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের অন্যান্য জেলার সাথে কঙবাজারেও টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালিক। কঙবাজারে প্রথম টিকা নেন জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী। এরপর জেলা প্রশাসক মামুনুর রশীদ, এমপি কানিজ ফাতেমা আহমদ টিকা নেন। পরে সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ অর্ধশত ব্যক্তিকে টিকা দেয়া হয়। জেলার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, করোনা ভ্যাকসিন পেতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। ইতোমধ্যে ৪২ হাজার মানুষের জন্য ৮৪ হাজার টিকা প্রস্তুত রাখা হয়েছে।
রাঙামাটি : পার্বত্য জেলা রাঙামাটিতে করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। জেলার ১০ উপজেলার হাসপাতালগুলোতে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় রাঙামাটি জেনারেল হাসপাতালে জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ প্রথম টিকা গ্রহণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। এরপর রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোদদাছের হোসেন, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়, রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসাসহ মোট ৪০ জন এ ভ্যাকসিন গ্রহণ করেন।
এদিকে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলামকে প্রথম টিকাদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর উপজেলা ভাইস চেয়ারম্যান আ. কাইয়ুম, পৌর মেয়র জাফর আলী খান, ৫৪ বিজিবি সাজেক জোন ক্যাপ্টেন আশরাফুল ইসলাম, সাংবাদিক আবু নাছের টিকা গ্রহণ করেন।
বান্দরবান : বান্দরবানে কোভিড-১৯ টিকা প্রদান কর্মসূচির প্রথমদিনে রেজিস্ট্রেশন করা ১১৪ জন ব্যক্তিকে টিকা দেয়া হয়েছে। গতকাল রোববার সকালে আনুষ্ঠানিক টিকা প্রদান কর্মসূচির প্রথমদিনে বান্দরবান হাসপাতালে প্রথম টিকা নেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা। অপরদিকে সেনাবাহিনীর ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের উদ্যোগে সদর জোন মিলনায়তনে জেলায় প্রথম সেনা সদস্য হিসাবে টিকা নেন ক্যাপ্টেন শাকিল হাওলাদার।
সিভিল সার্জন ডা. অংসুই প্রু জানান, বান্দরবানে প্রথমদিনে সদর হাসপাতালে ৬৪ জন এবং সেনাবাহিনীর ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের উদ্যোগে ৫০ জন সেনা সদস্যকে কোভিড-১৯ টিকা দেয়া হয়েছে। জেলায় প্রথম দফায় ১২ হাজার ভায়াল করোনা টিকা আমরা হাতে পেয়েছি।
পটিয়া : রোববার সকালে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। গতকাল রোববার প্রথম দিনে মুক্তিযোদ্ধা, ডাক্তার, আনসার সদস্যসহ বিভিন্ন পেশার ৭০ জন ব্যক্তিকে টিকা প্রদান করা হয়েছে।
জানা যায়, পটিয়া উপজেলার জন্য প্রাথমিকভাবে ১৫ হাজার কোভিড-১৯ টিকা প্রদান করা হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটায় এ টিকা প্রদান করা হবে। টিকা নিতে আগ্রহী ব্যক্তিকে হাসপাতালে এসে জাতীয় পরিচয় পত্র নিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
হাটহাজারী : হাটহাজারীতে করোনা ভ্যাকসিন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেঙ চত্বরে অস্থায়ী ঠিকাদান কেন্দ্রে কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের প্যানেল স্পিকার ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এসময় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল আলম বাশেক, মুক্তার বেগম মুক্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নূরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম ইমতিয়াজ হোসাইন জানান, উপজেলার জন্য প্রথম দফায় ২৫ হাজার ৮৮০টি টিকা বরাদ্দ দেয়া হয়েছে। রোববার প্রথমদিন চিকিৎসক, নার্স, আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্য ছাড়াও কিছু জনপ্রতিনিধি টিকা গ্রহণ করেছেন।
রাউজান : রাউজানে প্রথম দিনে ২০ নারী পুরুষ করোনা টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহণকারীদের মধ্যে রয়েছেন চারজন চিকিৎসক, একজন রাজনীতিক, দুইজন পুলিশ সদস্য, একজন সাংবাদিক, চারজন মেডিক্যাল স্টাফ ও দুইজন নার্স। গতকাল রোববার বেলা ১২টায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচির উদ্বোধনের পর প্রথম টিকাটি গ্রহণ করেন কেন্দ্রের মেডিক্যাল টেকনোলজিস্ট হারাধন বিশ্বাস দে, এরপর টিকা গ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সি. সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমসহ ২০ জন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাউজানে ১৭শ জন ফ্রন্টলাইনার করোনা যোদ্ধার তালিকা প্রস্তুত করা হয়েছে। টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছে ৩৮০ জন।
সীতাকুণ্ড : সীতাকুণ্ডে গতকাল রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম করোনা টিকা নিয়ে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম। এদিন উপজেলা আ. লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, পৌর মেয়র বদিউল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, সাংবাদিক সেকান্দর হোসাইন, কৃষ্ণ চন্দ্র দাসসহ ৫০ জন করোনা টিকা গ্রহণ করেন। উপজেলা প্রশাসন জানায়, প্রথম ধাপে সীতাকুণ্ডে ২৩ হাজার ২৪৪ ডোজ টিকা বরাদ্দ দেয়া হয়েছে। কমপ্লেক্সে
বোয়ালখালী : বোয়ালখালী উপজেলায় করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জিল্লুর রহমানকে প্রথম টিকাদানের মাধ্যমে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক, বোয়ালখালী থানার ওসি আবদুল করিম, ওসি (তদন্ত) আবুল কালাম, স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. তাপস কান্তি মজুমদার প্রমুখ টিকা গ্রহণ করেন।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, বোয়ালখালীতে প্রাথমিকভাবে ১৩ হাজার ৩৭০টি ভ্যাকসিন বরাদ্দ দেয়া হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি কেন্দ্রের মাধ্যমে নিবন্ধনকৃতদের এই টিকা প্রদান করা হচ্ছে।
রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা টিকা কেন্দ্রে গতকাল প্রথম দিনে ৭০ জন টিকা গ্রহণ করেছেন। গতকাল রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, সাথে ছিলেন ইউএনও মো. মাসুদুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেহানুল ইসলাম। এখানে প্রথম টিকা গ্রহণ করেন চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর। এরপর টিকা গ্রহণ করেন উপজেলা কৃষক লীগের সভাপতি মান্নান তালুকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগারসহ ৭০ জন।
বাঁশখালী : বাঁশখালীর প্রথম করোনা রোগী ডা. আসিফুল হককে টিকা প্রদানের মাধ্যমে বাঁশখালীতে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার সকালে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। এ সময় বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. শফিউর রহমান মজুমদার, ওসি মোহাম্মদ সফিউল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানায়, বাঁশখালীতে প্রথম দিনে ১৫ জনকে করোনা টিকা প্রদান করা হয়। আর করোনা টিকা গ্রহণের জন্য গতকাল পর্যন্ত ৪৯০ জন নিবন্ধন করেছে।
সাতকানিয়া : সাতকানিয়ায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। গতকাল সকাল ১০টায় সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক শোভন, স্বাস্থ্যকর্মী মোহাম্মদ রাশেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মিলন কুমার ভট্টাচার্য, নার্স আলো দাশের টিকা গ্রহণের মাধ্যম কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল মজিদ ওসমানীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম চৌধুরী। উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের প্রমুখ।
আনোয়ারা : সারা দেশের ন্যায় আনোয়ারায়ও কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদানের কার্যক্রম গতকাল সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মুহাম্মদ সাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ ও মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী প্রথম টিকা গ্রহণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়। উপজেলা স্বাস্থ্য অফিস জানায়, প্রথম দিনে ৭০ জনকে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। তাদের মধ্যে ৪৯ জন পুরুষ ও ২১ জন নারী রয়েছেন।
লোহাগাড়া : সারাদেশের ন্যায় লোহাগাড়ায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্থানীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টিকা গ্রহণ করেন।
জানা যায়, লোহাগাড়ায় প্রথম ও দ্বিতীয় ধাপে সাড়ে ৮ হাজার জনকে টিকা প্রদান করা হবে। প্রথমদিন ১৪৮ জন টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।
চন্দনাইশ : চন্দনাইশে ১ম করোনা ভ্যাকসিন নিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। গতকাল রোববার সকালে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি ভ্যাকসিন গ্রহণ করেন। এরপর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন হোসাইন চৌধুরী এবং নমুনা সংগ্রহকারী মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আকতারুজ্জামান রবিউল করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। ১ম দিনে চন্দনাইশে নিবন্ধনকৃত ২০ জনকে করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন হোসাইন চৌধুরী।
মহেশখালী : সারাদেশের ন্যায় গতকাল মহেশখালীতেও টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাই প্রথম টিকাটি গ্রহণের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত টিকাদান কর্মসূচিতে দ্বিতীয় জন হিসেবে টিকা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহফুজুল হক। এদিন ১০০ জন সম্মুখ যোদ্ধাকে টিকা প্রদান করা হয়।
মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহফুজুল হক জানান, মহেশখালীর জন্য ১১ হাজার ডোজ টিকা বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সাড়ে ৫ হাজার জনকে এ টিকা প্রদান করা হবে। গতকাল পর্যন্ত টিকা গ্রহণের জন্য ৪শ জন নাম নিবন্ধন করেছে।
নাইক্ষ্যংছড়ি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. শফিউল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি, নাইক্ষ্যংছড়ি হাসপাতালের কর্মকর্তা আবু জাফর সেলিম, থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন এ সময় উপস্থিত ছিলেন। তারাই প্রথম টিকা নেন উদ্বোধনী অনুষ্ঠানে। ডা. আবু জাফর সেলিম জানান, রোববার উদ্বোধনের প্রথম দিন ৫০ জনকে টিকা দেয়া হয়েছে। নাইক্ষ্যংছড়িতে প্রথম দফায় ৯০০ জনকে টিকা দেয়া হবে। দ্বিতীয় দফায় ৯০০ টিকাসহ মোট ১৮০০ টিকা দেয়া হবে।
লামা : লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস টিকাদান কর্মসচির উদ্বোধন করা রহয়েছে। গতকাল রোববার সকালে লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামালের টিকা গ্রহণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রথম দিন লামায় ৪৯ জন টিকা গ্রহণ করেন বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহবাজ জানান, প্রথম ধাপে লামায় ৩৩৭টি টিকা বরাদ্দ পাওয়া গেছে। রোববার পর্যন্ত ৩০০ জন টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসিইউ ক্লাব-৩৪ এর ২য় বর্ষপূর্তি
পরবর্তী নিবন্ধ‘যৌতুক ও মাদকের গ্লানি থেকে মুক্তি পেতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি’