জেরুজালেমে শবে কদরেও সংঘর্ষ

| সোমবার , ১০ মে, ২০২১ at ৪:৪৪ পূর্বাহ্ণ

ইসরাইল অধিকৃত এলাকা থেকে ‘সম্ভাব্য উচ্ছেদ’ নিয়ে উত্তেজনার মধ্যে আগের দিনের ধারাবাহিকতায় শবে কদরেও জেরুজালেমে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি পুলিশের সংঘর্ষ হয়েছে। খবর বিডিনিউজের।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মুসলমানদের কাছে পবিত্র রাতে সংঘর্ষস্থলের কাছেই আল-আকসা মসজিদে অনেকেই ‘ইবাদত-বন্দেগি’ করছিলেন। সংঘর্ষের সময় ফিলিস্তিনি তরুণরা পুলিশের ব্যারিকেড ভেঙে পাথর ছুড়তে থাকে। তাদের ছত্রভঙ্গ করতে ইসরাইলি দাঙ্গা পুলিশকে এসময় ঘোড়ায় চড়ে শব্দ বোমা ছুঁড়তে দেখা যায়। সেসঙ্গে জলকামানও ব্যবহার করা হয়। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, সংঘর্ষে শিশুসহ ৮০ জন আহত হয়েছে। এর মধ্যে একবছর এবং ১৪ বছর বয়সী একটি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। নিজেদের একজন আহত হয়েছে বলে ইসরাইলি পুলিশের দাবি। ফিলিস্তিনি তরুণদের ধাওয়া করে ইসরাইলি পুলিশের গুলি আর আগুনের ঝলকানি দেখিয়ে প্রাচীন নগরী দামাস্কাস গেইটের কাছে ২৭ বছর বয়সী মাহমুদ আল-মারবুয়া বলেন, দেখুন তারা কীভাবে আমাদের গুলি করে, আমরা কীভাবে বাঁচব? তারা চায় না আমরা প্রার্থনা করি। প্রতিদিনই সংঘাত হবে, প্রতিদিনই সংঘর্ষ বাঁধবে। প্রত্যেকটা দিনই এখানে সমস্যা থাকবেই। জেরুজালেমে ইহুদি বসতি স্থাপন করা এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা হতে পারে- এই আশঙ্কায় কয়েকদিন ধরেই শহরটিতে উত্তেজনা বিরাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানকে ১২ লাখ ডোজ করোনার টিকা দিল কোভ্যাক্স
পরবর্তী নিবন্ধ৩২৩ সন্ত্রাসীর তালিকা সিএমপির