চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটি অফিসে জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম বলেন, জেমিসন রেড ক্রিসেন্ট সোসাইটি হাসপাতাল মানবতার সেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। হাসপাতালে প্রশাসনিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। রোগীদের সেবা প্রদান, নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস– চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, সাধারণ সম্পাদক মো. আসলাম খান, সুগ্রীব মজুদার দোলন, ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, শাহাদাত হোসেন রুমেল, মো. আব্দুল মোনাফ, ইসমাঈল হক চৌধুরী ফয়সাল, ডা. আইরিন সুলতানা, রাশেদ খান মেনন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










