জেনারেটরে ৩০ টাকায় মোবাইলে চার্জ!

বিদ্যুৎবিহীন বাঁশখালী

আজাদী ডেস্ক | রবিবার , ২৯ অক্টোবর, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

বাঁশখালীতে গত মঙ্গলবার ঘূর্ণিঝড় হামুনের তান্ডবের পর চারদিন ধরে উপজেলার ১৪ ইউনিয়ন ও পৌরসভা বিদ্যুৎবিহীন। মানুষজন এক প্রকার বাধ্য হয়ে স্থানীয় বাজারগুলোতে জেনারেটরের মাধ্যমে ৩০ টাকা করে মোবাইল ফোনে চার্জ দিচ্ছেন। গতকাল শনিবার সন্ধ্যায় ইউনিয়নের সকাল বাজার, সরল ইউনিয়নের হাজীরখীল এলাকায় জেনারেটরের মাধ্যমে মোবাইল ফোনে চার্জ দেওয়ার দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

গন্ডামারা ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন বলেন, ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর থেকে এলাকায় বিদ্যুৎ না থাকায় জেনারেটরের মাধ্যমে ৩০ টাকা করে চার্জ দিচ্ছে স্থানীয়রা। এ টাকা খরচ যারা করতে পারছে না তাদের মোবাইল বন্ধই থাকছে।

গন্ডামারা ইউনিয়নের সাময়িক বহিষ্কৃত চেয়ারম্যান লেয়াকত আলী জানান, গত চারদিন ধরে এলাকায় বিদ্যুৎ না থাকায় খাওয়ার পানি ও মোবাইল চার্জ দিতে চরম দুর্ভোগ পড়েছে স্থানীয়রা। এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে নিজস্ব উদ্যোগে জেনারেটরের মাধ্যমে কোনো অর্থ ছাড়া স্থানীয়দের মোবাইল চার্জ দেওয়ার পাশাপাশি খাওয়ার পানি বিতরণ করা হয়।

নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিদ্যুতের প্রত্যেকটি লাইন তছনছ হয়ে গেছে। ফলে এখনো পর্যন্ত বিদ্যুৎ লাইন সচল করা যায়নি। তাই এলাকার মানুষের পানি ও মোবাইল চার্জে দিতে চরম ভোগান্তি হচ্ছে। রোববারের মধ্যে উপজেলার কিছু কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ সচল হতে পরে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসরকারি বিরোধী লিফলেট বিতরণ, বান্দরবানে শিবিরের ৯ কর্মী আটক
পরবর্তী নিবন্ধনেদারল্যান্ডসের কাছে হারের পর সামাজিক মাধ্যমে মন্তব্য