জেদ্দায় স্ট্যান্ডার্ড ব্যাংকের রেমিটেন্স বিষয়ক মতবিনিময়

| বৃহস্পতিবার , ২ নভেম্বর, ২০২৩ at ৬:৪৬ পূর্বাহ্ণ

শরিআহ্‌ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের অংশগ্রহণে গত ৩০ অক্টোবর রেমিটেন্স বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইআরএম মো. মোহন মিয়া। প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান। অনলাইনে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমান ও চিফ রেমিটেন্স অফিসার মো. মোশাররফ হোসাইন। প্রবাসী ব্যবসায়ী আনোয়ার হোসেন মজুমদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মেজবাহ উদ্দিন আহমেদ, কেফায়েত উল্লাহ চৌধুরী কিসমত সিআইপি, ইউসুফ বিন রফিক এবং মো. হুসাইন।

প্রধান অতিথি ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি এক্ষেত্রে স্ট্যান্ডার্ড ব্যাংকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুস্থ রোগীর সহায়তায় পটিয়া প্রবাসী ক্লাব
পরবর্তী নিবন্ধশ্রীলংকায় আকবরের সেঞ্চুরি গুনাসেকারার ৯ উইকেট