জেএসইউএসের ম্যাপইন সিবিআর প্রকল্পের স্টিয়ারিং কমিটির প্রথম সভা

ইম্প্যাক্ট গ্রপে প্রতিবন্ধী মানুষদের যুক্তিনির্ভর মতামত উপস্থাপন

| সোমবার , ১৪ জুলাই, ২০২৫ at ৮:২২ পূর্বাহ্ণ

লিলিয়ান ফন্ডসের অর্থায়নে সিডিডির কৌশলগত সহযোগিতায় যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার (জেএসইউএস) আয়োজনে চট্টগ্রামে বাস্তবায়নরত ম্যাপইন সিবিআর প্রকল্পের ইম্প্যাক্ট গ্রুপ সদস্যদের নিয়ে প্রথম স্টিয়ারিং কমিটির আঞ্চলিক সভা জেএসইউএস নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ম্যাপইন সিবিআর প্রকল্পের পার্টনারশীপ সার্কেলের আওতায় বাঁশখালীতে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) রাঙ্গুনিয়াতে এওয়াক ও নগরীতে নির্ধারিত কয়েকটি ওয়ার্ডে ডিডিআরসির প্রতিবন্ধী সদস্যদের নিয়ে গঠিত ইমপ্যাক্ট গ্রুপ থেকে ৩জন করে মোট ৯জন সহ প্রতিটি সংস্থার ফোকাল ও কোফোকালদের নিয়ে আয়োজিত সভায় স্বাগত বক্তব্যে ইয়াসমীন পারভীন বলেন, ইম্প্যাক্ট গ্রুপ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায়ে একটি শক্তিশালী সহায়ক সংগঠন হিসেবে কাজ করবে। এতে প্রশিক্ষণ, উপস্থিত সদস্যদের সবার পারস্পরিক মতামত তুলে ধরা, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সহায়ক হবে। তিনি সবার পক্ষ থেকে দাতা লিলিয়ান ফন্ডসের ও কৌশলগত সহায়ক সংস্থা সিডিডির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেএসইউএস সহকারী পরিচালক আরিফুল ইসলাম উপস্থাপিত আঞ্চলিক স্টিয়ারিং কমিটির উদ্দেশ্য, কার্যক্রম, কার্যক্রমের ধরণ ও প্রত্যাশা এবং কমিটির নিকট অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের প্রত্যশা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তুলে ধরলে উপস্থিত সহযোগী সংস্থার মধ্য হতে এওয়াক নির্বাহী পরিচালক সাইফুল আজম সিরাজী, ডিডিআরসির নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সাজ্জাদ নিজ নিজ সংস্থার পরিচিতি ও কার্যক্রম তুলেন ধরেন।এরপর পর্যায়ক্রমে ইমপ্যাক্ট প্রুপের সদস্যরা তাদের দলীয় কাজ উপস্থাপন করেন। পরবর্তীতে অংশগ্রহণকারীদের নিয়ে একটি উন্মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব চিটাগং এরিস্টোক্রেটের কমিটি গঠন
পরবর্তী নিবন্ধশহীদ ওয়াসিম আকরামের মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির