নগরীর জেএমসেন হলে হামলা চেষ্টা মামলায় গ্রেপ্তার আরও ৭ জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন, ইমরান মাজেদ রাহুল (২৮), মো. হানিফ (৪৮), আব্দুর রহিম (২৬), আমিরুল ইসলাম (৩৩), আতিকুল ইসলাম (২২), মো. শাহাজাহান (৩৫) ও আব্দুল মালেক প্রকাশ মানিক (৩০)। গতকাল মঙ্গলবার মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালত শুনানি শেষে উক্ত আদেশ দেন। এর আগে মামলার এক থেকে ১০ নম্বর পর্যন্ত আসামিদের ৭ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত তিনজনের রিমান্ড আবেদন নাকচ করে দেন। আদালতের প্রসিকিউশন শাখার সূত্র আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।