জেএমসেন হলে সীমিত পরিসরে রাস পূজা আজ

| রবিবার , ২৯ নভেম্বর, ২০২০ at ১১:২৪ পূর্বাহ্ণ

নগরীর জেএমসেন হল প্রাঙ্গণে শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত রাস পূজা অনাড়ম্বরভাবে আজ ও কাল অনুষ্ঠিত হবে। এবছর মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে মহোৎসব স্থগিত করা হয়েছে। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে শুধু সীমিত পরিসরে ভগবান শ্রীকৃষ্ণের রাস পূজা, ভোগ ও মাঙ্গলিক অনুষ্ঠানাদি সম্পন্ন করা হবে। পূজায় আগত ভক্তবৃন্দদের মাক্স পরে আসার জন্য অনুরোধ জানিয়েছেন পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দে ও সাধারণ সম্পাদক বিমল কান্তি দে।
হাবিলাসদ্বীপে রাস
চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পটিয়ার হাবিলাসদ্বীপ গৌর গোবিন্দ আশ্রমের ৭৮ বছরে পদার্পণ উপলক্ষে আজ থেকে ২ ডিসেম্বর পর্যন্ত আশ্রম প্রাঙ্গনে আসন্ন রাস মহোৎসব মাঙ্গলিক পূজা অর্চণার মাধ্যমে উদযাপন করা হবে। কর্মসূচীতে রয়েছে প্রতিমা প্রদর্শনী, ধর্মসভা ও আনন্দধারা শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান, সোম ও মঙ্গলবার মহানামযজ্ঞ, রাসবিহারী পূজা, মহাপ্রসাদ আস্বাদন এবং বুধবার মহানামযজ্ঞের সমাপনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় ৫ সাংবাদিকের বিরুদ্ধে আদালতে অভিযোগ
পরবর্তী নিবন্ধমানবতার মুক্তির সংগ্রামে বড়পীর অনুকরণীয় আদর্শ