বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম শাখার সংবর্ধনা সভা নগরীর কেসিদে রোডস্থ সংগঠন কার্যালয়ে গত শনিবার বিকালে অনুষ্ঠিত হয়। জুয়েলার্স সমিতি চট্টগ্রাম শাখার সহ-সভাপতি রূপন কান্তি ধরের সভাপতিত্বে সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী। সমিতির কার্যকরি পরিষদের অতিরিক্ত সাধারণ সম্পাদক সুজিত বরণ ধরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ গোপীনাথ ধর, প্রচার ও দপ্তর সম্পাদক নিরঞ্জন কর্মকার, কার্যকরী সদস্য প্রদীপ দেব, অ্যাড. লিটন বণিক লিটু। অনুষ্ঠানে জুয়েলার্স সমিতি চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি নুরুল আবছার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র ধর ও সদস্য তপন কান্তি ধরকে সংবর্ধনা প্রদান করা হয়। সভায় বিভিন্ন উপকমিটির সভাপতি/সম্পাদকরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।