রাষ্ট্রের মৌলিক সংস্কারের রূপরেখা সংবলিত জুলাই সনদ ঘোষণা নিয়ে টালবাহনা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এই ঘোষণা আদায়ে আগামী মাসের শুরুতে ফের ছাত্র–জনতাকে নিয়ে রাজপথে নামবেন; আদায় করেই ছাড়বেন জুলাই সনদ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে এ মন্তব্য করেন নাহিদ। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচির প্রথম দিন রংপুর ও গাইবান্ধায় পদযাত্রা ও পথসভা করছে গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের দল এনসিপি। খবর বিডিনিউজের।
নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে যে টালবাহানা শুরু হয়েছে, আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই–যদি আপনারা মনে করে থাকেন, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে, এই যে হাজারো–লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল, তারা ঘরে ফিরে গিয়েছে; তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা আবু সাঈদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র–জনতা–তরুণ–শ্রমিকদের আবারো রাজপথে নেমে আসতে আহ্বান জানাব। এবং আমরা তেসরা অগাস্ট ঢাকায় আসছি। বাংলাদেশের জনগণকে, ছাত্রদেরকে, শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকব। এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ–সেটি আমরা আদায় করে ছাড়ব ইনশাল্লাহ।
নাহিদ বলেন, আজকের দিনে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল ছাত্র জনতার পক্ষ থেকে আবু সাঈদসহ সকল শহীদদের, আহতদের স্মরণ করছি। এবং আমাদের যে দাবি ছিল–বিচার, সংস্কার এবং নতুন সংবিধান, সেই তিনটি দাবি আমি আজ আবু সাঈদের কবর থেকে পুনর্ব্যক্ত করছি। একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে।
ভারতে থেকে ষড়যন্ত্র : পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে বিকাল সোয়া ৩টায় গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে এক সমাবেশে কথা বলেন নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানে যারা গুলি চালিয়েছিল, যারা হামলা করেছিল, সেই ফ্যাসিস্ট সন্ত্রাসীরা এখনও ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। দেশের বাইরে ভারতে থেকে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। জুলাই গণহত্যাসহ ১৬ বছরে যত অপকর্ম রয়েছে–এই খুনি হাসিনার ও স্বৈরাচারী আওয়ামী লীগের বিচার অবশ্যই এই বাংলার মাটিতে হতে হবে। বিচার অবশ্যই আমরা নিশ্চিত করব। নতুন বালাদেশ গড়ার যে সংস্কার, রাষ্ট্রের সব মৌলিক সংস্কাররের ঘোষণা দিয়ে নির্বাচনে যেতে হবে। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই আন্দোলনে নতুন দেশ হয়েছে; কিন্তু দেশ গঠন হয়নি। গাইবান্ধা থেকে সেই দেশ গঠনে যাত্রা শুরু হল। আমরা নতুন দেশ গঠনের জন্য রাজপথে নেমেছি।