বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভূঁইয়া বলেছেন, ছাত্র–শ্রমিক জনতার রক্ত ও আন্দোলনের ফসল জুলাই সনদকে পাশ কাটিয়ে কোনো নির্বাচন জনগণ মেনে নিবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড, অতীতের গণহত্যার দৃশ্যমান বিচার এবং পার্শ্ববর্তী দেশের তাবেদার ও ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে। জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান ও জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য দেন, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মোহাম্মদ উল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. এ কে এম ফজলুল হক প্রমুখ।
শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সঞ্চালনায় বৈঠকে আরও বক্তব্য দেন, মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আবু তালেব, টিএস পির সিবিএ সহ সভাপতি আরিফুর রহমান, হোটেল অ্যান্ড রেস্টুরেন্টর ইউনিয়ন সভাপতি সাব্বির ওসমানী, বিদ্যুৎ সেক্টর সভাপতি মাহবুবুর রহমান, আবুল বশর, আবু নাঈম সুজন, মুহাম্মদ ফোরকান আজাদ, মুহাম্মদ সেলিম রেজা, বশির আহমদ, হেলাল উদ্দিন, ওয়াহিদুজ্জামান, মুনিরুল ইসলাম মজুমদার।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরীর সহ সভাপতি মকবুল আহমদ, ছিদ্দিকুর রহমান, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, হামেদ হাসান ইলাহী, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, মাহমুদুল আলম, অধ্যক্ষ আসাদুল্লাহ আদিল, হামিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, মাওলানা জাহাঙ্গীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।