জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য সুদৃঢ় রাখতে হবে

মহানগরীর জামায়াতের মতবিনিময় সভায় মুহাম্মদ শাহজাহান

| মঙ্গলবার , ৭ অক্টোবর, ২০২৫ at ১২:১৮ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জুলাই যোদ্ধারা দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তা জাতির ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে হলে জাতীয় ঐক্যকে সুদৃঢ় করা ছাড়া কোনো বিকল্প নেই। গতকাল সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কার্যালয়স্থ (বিআইএ) মিলনায়তনে মহানগরীর জামায়াতের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুসের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা খায়রুল বাশার ও মুহাম্মদ উল্লাহ, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন, সিফগাতুল্লাহ, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ দেলোয়ার হোসেন আল মামুন, আবরার হাসান রিয়াদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবকে টেকসই করতে জুলাই যোদ্ধাদের আবারো মাঠে নামতে হবে, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, হামেদ হাসান ইলাহী, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, আব্দুল আজিজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরে মাছবাহী পিকআপ ডাকাতির ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবান্দরবানে ওয়াগ্যোয়াই পোয়ে উৎসবে মেতেছে মারমা সম্প্রদায়