জুলাই বিপ্লবে শিল্পপতির ছেলে জীবন দেয়নি

আলোচনা সভায় আবদুল হান্নান মাসউদ

| মঙ্গলবার , ২৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫৩ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ বলেছেন, জুলাই বিপ্লবে কোনো শিল্পপতির ছেলে জীবন দেয়নি। জীবন দিয়েছেন শ্রমিকেরা। জীবন দিয়েছেন শিক্ষার্থী আর খেটে খাওয়া মানুষেরা। আমরা সবাই মিলে যেভাবে হাসিনাকে সরিয়েছি, সেভাবে আপনাদের অধিকার আদায় করে নিতে হবে। এখনো ফ্যাসিস্টদের দালালেরা বিভিন্ন জায়গায় আছে। তাদের একসঙ্গেই দমাতে হবে। সম্প্রতি চট্টগ্রাম বন্দরের শহীদ মুন্সী ফজলুর রহমান মিলনায়তনে শ্রমিককর্মচারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য মজুরি বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্টিভিডোর অ্যান্ড কন্ট্রাক্টরস এমপ্লয়িজ ইউনিয়নের সাবেক সভাপতি ফেরদৌস আলমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম ও কেন্দ্রীয় সদস্য সাগুফতা বুশরা মিশমাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। সভায় আবুল বশরকে আহ্বায়ক ও বজলুর রহমানকে সদস্য সচিব করে চট্টগ্রাম ডক বন্দরের শ্রমিককর্মচারী সমন্বয় পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় দিন দুপুরে বসতঘরে চুরি
পরবর্তী নিবন্ধরাউজানে আগুন পোহাতে গিয়ে দগ্ধ নারীর মৃত্যু