জুলাই বিপ্লবের দর্শন বাদে বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠন সম্ভব নয়

চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের সাহিত্য সভায় বক্তারা

| শনিবার , ২৩ আগস্ট, ২০২৫ at ১১:৩১ পূর্বাহ্ণ

জুলাই বিপ্লবের দার্শনিক ভিত্তিতে দাঁড়িয়েই বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণ করতে হবে। বর্তমান সময়ে জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লবের দর্শন বাদে বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠন কোনোভাবেই সম্ভব নয়। চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের সাহিত্য সভায় এসব মন্তব্য করেন কবি সাহিত্যিক লেখক বুদ্ধজীবীগণ। গতকাল শুক্রবার পাঁচলাইশস্থ মাটি মিলনায়তনে আয়োজিত সাহিত্য সভা কবি শামস সাইমুমের পরিচালনায় আবু সাঈদ হান্নানের স্বাগত কথায় সভাপতিত্ব করেন লেখকসাংবাদিক মাহবুবুল মাওলা রিপন। সভায় স্বরচিত লেখা পাঠ করেন প্রাবন্ধিকঅনুবাদক আমীরুল ইসলাম, কবি ও চিত্রশিল্পী মোহাম্মদ তোয়াহা, প্রাবন্ধিক মোহাম্মদ সাইফুদ্দিন, কবি মাঈন উদ্দিন জাহেদ, কবি ও গবেষক বশির উল্লাহ সাইমুম, গল্পকার আরমানুজ্জামান, কবি তানবীর সিকদার প্রমুখ। পঠিত লেখার উপর আলোচনায় অংশ নেন প্রাবন্ধিক জাকারিয়া হাবিব, প্রাবন্ধিক ও অনুবাদক রাজা রাকিব, আবৃত্তিকার শাওকী ইবনে সাফওয়ান প্রমুখ। মুক্ত আলোচনায় অংশ নেন, কবি ও চিন্তক সৈয়দ আহমদ শামীম, লেখক মোহাম্মদ আকতারুজ্জামান, চলচ্চিত্র নির্মাতা ও চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের সভাপতি ইসমাইল চৌধুরী, অনুবাদক ও চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের মহাসচিব সাইফুল্লাহ সায়েম, আবৃত্তিকার রাশেদ মুহাম্মদ, শিল্পী জিহাদুল ইসলাম, কবি মোসলে মহসিন, শিল্পী মুহাম্মদ ইব্রাহিম, আবৃত্তিকার সাইমুম মুরতাজা, গিয়াস উদ্দিন, শওকত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী পৌরসভা হেফাজত নেতার ইন্তেকাল
পরবর্তী নিবন্ধসার্ধশত জন্মবার্ষিকীতে মনিরুজ্জামান ইসলামাবাদীকে স্মরণ