জুলাইয়ের ধাক্কা কাটিয়ে অগাস্টে প্রবাসী আয় ২ বিলিয়ন ছাড়াল

| সোমবার , ২ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:২৩ পূর্বাহ্ণ

গণআন্দোলনে উত্তাল জুলাইয়ের ধাক্কা কাটিয়ে অগাস্টে রেমিটেন্স বেড়েছে ৩৯ দশমিক ৬২ শতাংশ। এবার অগাস্টে রেমিটেন্স এসেছে ২ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই মাসে ছিল ১ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। এই হিসাবে রেমিটেন্স বেড়েছে ৩৯ দশমিক ৬২ শতাংশ। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে বিষয়টি তুলে ধরা হয়েছে।

চলতি বছরের জুলাইয়ে রেমিটেন্স প্রবাহ ছিল ১ দশমিক ৯১ বিলিয়ন ডলার। এই হিসাব অনুযায়ী, গত জুলাইয়ের চেয়ে অগাস্টে রেমিটেন্স বেড়েছে ১৬ দশমিক ২৩ শতাংশ। খবর বিডিনিউজের।

এদিকে গত জুনে ৪৭ মাসের মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে দেশে, যার পরিমাণ ছিল ২ দশমিক ৫৪ বিলিয়ন ডলার। ২০২৩ সালের জুনের চেয়ে ২০২৪ সালের জুনে রেমিটেন্স বেড়ে দাঁড়ায় প্রায় ১৬ শতাংশ বেশি। ২০২২২৩ অর্থবছরের জুনে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার।

গতকাল রোববার অগাস্টের রেমিটেন্স নিয়ে ব্যাংক কর্মকর্তারা বলেছেন, গত মাসের প্রথম সাত দিন রেমিটেন্স প্রবাহ অনেক কম ছিল। মূলত ৭ তারিখের পর ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। সে অনুযায়ী শেষ ২৩ দিনে রেমিটেন্স প্রবাহ বেশ ভালো এসেছে বলে ধারণা দিয়েছেন ব্যাংকাররা।

জুলাইয়ে কোটা সংস্করণ আন্দোলন হওয়ায় ব্যাংক খাতের ওপরেও নেতিবাচক প্রভাব পড়ে। ব্যাংক টানা তিন দিন বন্ধ থাকার কারণে জুলাইয়ে রেমিটেন্স প্রবাহ কমে যায়। তাতে মাস শেষেও রেমিটেন্সের হিসাব দাঁড়ায় ২ বিলিয়নের নিচে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, সবশেষ চলতি বছরের গত জুনে রেমিটেন্সে উল্লম্ফন হয়েছে; ৪৭ মাস পর সর্বোচ্চ আয় এসেছে ২ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।

বর্তমানে ডলার দর ১২০ টাকা সর্বোচ্চ; রেমিটেন্সের ক্ষেত্রে ব্যাংকগুলো এর সঙ্গে আরও আড়াই শতাংশ প্রণোদনা দেয়।

পূর্ববর্তী নিবন্ধআকবরশাহ খুলশীতে নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়
পরবর্তী নিবন্ধশ্রমিক লীগ নেতাকে ধরে পুলিশে দিল স্থানীয়রা