কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নুরুল হক চৌধুরী ইন্তেকাল করেছেন। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। গতকাল শুক্রবার বিকালে তিনি অসুস্থবোধ করলে নগরীর একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০২১ সালে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত জুলধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।
আজ শনিবার সকাল ১০টায় জুলধা শাহ্ আমির উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। নুরুল হক চেয়ারম্যানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন অর্থ প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, সাবেক সংসদ সদস্য ও মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সোলায়মাান তালুকদার, শিকলবাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বড়উঠান চেয়ারম্যান দিদারুল আলম, কালীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আ ন ম শাহাদত আলম, দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আ ন ম ফরহাদুল আলম। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক–সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।