জুম জোনাকি

মাইছুরা ইশফাত | বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:৩১ পূর্বাহ্ণ

গাঢ় নীল আকাশে

ধবধবে সাদা মেঘের ভেলা দেখে

এক জনম কাটাতে পারি।

দূরের সুউচ্চ পর্বতশ্রেণির

রহস্যময় নিস্তব্ধতা দেখে

এক জনম কাটাতে পারি।

পাহাড়ি বুক চিরা সাঙ্গু নদীর

আবেদনময়ী অঙ্গ দেখে

এক জনম কাটাতে পারি।

অবাধ্য ঝর্ণার কলধ্বনিতে

পানির স্বচ্ছতা দেখে

এক জনম কাটাতে পারি।

অরণ্যে ঘেরা মেঠোপথে

রাখালের গরুর পাল দেখে

এক জনম কাটাতে পারি।

সঙ্গীহীন গোধূলি বেলায়

পাখির কুহুতান শুনে

এক জনম কাটাতে পারি।

পৌষালি হিম সাঁঝে

জুম জোনাকির নৃত্য দেখে

এক জনম কাটাতে পারি।

সাগরের উত্তাল ঢেউতে

বৃষ্টির ফোটা দেখে

এক জনম কাটাতে পারি।

ধূলো ভরা মাঠে

পূর্ণিমার চাঁদ দেখে

এক জনম কাটাতে পারি।

হে স্রষ্টা,

এত বিস্ময় যখন দিলে

দীর্ঘ মানব জনম কেন দিলে না!

পূর্ববর্তী নিবন্ধফাগুন এলো বলে
পরবর্তী নিবন্ধদেওয়ানী মামলার বিভিন্ন ধাপসমূহ