নগরীর কোতোয়ালী থানা এলাকায় পৃথক চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই পণ্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার কনিকারা গ্রামের সাহেদ মিয়া বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে ইলিয়াস (৩০), কুমিল্লার মুরাদনগর থানার দরিকান্দি গ্রামের গণিমিয়া সরকার বাড়ির আক্তার হোসেনের ছেলে আরিফ (২৫), হাটহাজারী দক্ষিণ বুড়িশ্চর ধোপপুল এলাকার মৃত মন্টু তালুকদারের ছেলে নারায়ণ তালুকদার (৫১)।
অন্যদিকে, নগরীর ফিরিঙ্গী বাজার চেয়ারম্যান ঘাটা এ বি দাস লেনের মহামায়া ফার্নিচার বিতানে চুরির ঘটনায় বুধবার বিকেলে আমির হোসেন নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, নগরীর জুবিলী রোড ও ফিরিঙ্গী বাজারে পৃথক চুরির ঘটনায় দায়ের করা দুই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।