জুনিয়র চেম্বারের ব্যতিক্রমী আয়োজন

| বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১১:১১ পূর্বাহ্ণ

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম কসমোপলিটন প্রতিবছরের ন্যায় রমজানের ফুড ড্রাইভ কর্মসূচি অব্যাহত রেখেছে। এবার পাঁচ দিনব্যাপী ব্যতিক্রমী আয়োজন স্নেহের আলিঙ্গন রামাদান ফুড ড্রাইভ কর্মসূচি পরিচালিত হয়েছে।

ব্যতিক্রমী আয়োজনে জেসিআই চট্টগ্রাম, সমাজের অবহেলিত, নিরক্ষর, সুবিধা বঞ্চিত এবং এতিম শিশুদের ভবিষ্যত নিয়ে নিরলসভাবে যে সকল প্রতিষ্ঠান কিংবা সংগঠন কাজ করে যাচ্ছে, সে সকল প্রতিষ্ঠানের শিশুদের মুখে সামান্য হাসি এবং তাদের ভালবাসায় স্নেহের আলিঙ্গন ছিল মূল লক্ষ্য ও উদ্দেশ্য। জেসিআই চট্টগ্রামের প্রেসিডেন্ট শান সাহেদ শিশুদের উদ্দেশ্যে বলেন, শিশুরা নিষ্পাপ, শিশুরা ভবিষ্যত। শিশুদের ভালোবাসা নবীজির সুন্নত।

শিশুদের ভবিষ্যত বিকাশের লক্ষ্যে যে কোনো সহযোগিতায় জেসিআই চট্টগ্রাম সর্বদা পাশে থাকবে। এ কর্মসূচিতে বিশেষভাবে সহযোগিতা করে অগ্রগ্রাহী ফাউন্ডেশন। ফাউন্ডেশনের সদস্যদের সহযোগিতায় প্রতিটি প্রতিষ্ঠানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেসিআই চট্টগ্রামের প্রেসিডেন্ট শান সাহেদ, এক্সিকিউটিভ কমিটি ও জেনারেল মেম্বারস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুবলীগ নেতাকর্মীদের আ. লীগের ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধলায়ন ও লিও সদস্যদের মানবসেবায় আত্মনিয়োগ করতে হবে