জুনিয়র ক্রিকেট এবং চিটাগং ক্রিকেট একাডেমি জয়ী

চট্টগ্রাম বন্দর কাপ অনূর্ধ্ব-১২ টি-২০ ক্রিকেট

| সোমবার , ১৩ মার্চ, ২০২৩ at ১১:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স আয়োজিত চট্টগ্রাম বন্দর কাপ অনূর্ধ্ব১২ টি২০ ক্রিকেট টুর্নামেন্টের গতকালের দুটি ম্যাচে জয় পেয়েছে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি এবং চিটাগং ক্রিকেট একাডেমি । বন্দর শহীদ শামসুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমি () দল ৫ রানে ব্রাদার্স ক্রিকেট একাডেমি () দলকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে চিটাগং ক্রিকেট একাডেমি ৪ উইকেটে সিপিএসসি (সবুজ) দলকে পরাজিত করে। ১ম খেলায় টসে জিতে জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমি ব্যাট করার সিদ্বান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২৬ রান সংগ্রহ করে। দলেল পক্ষে রাহিন সর্বোচ্চ ৪৯ রান করে। ব্রাদার্স ক্রিকেট একাডেমি () দলের পক্ষে ১৪ রানে ২টি উইকেট নেয় আয়ান। জবাবে ব্যাট করতে নামা ব্রাদার্স ক্রিকেট একাডেমি () দল সবকটি উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে। দলের পক্ষে আয়ান সর্বোচ্চ ৪৭ রান করে। জুনিয়র একাডেমির নিয়েছে ৩ উইকেট।

বিজয়ী জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমির রাহিন ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সিনিয়র পারসোনেল অফিসার আজিজুল মওলা । দিনের ২য় খেলায় টসে জিতে সিপিএসসি (সবুজ) দল ব্যাট করার সিদ্বান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৯৯ রান করে। দলের পক্ষে আবিদ সর্বোচ্চ ২৪ রান করে। জবাবে চিটাগং ক্রিকেট একাডেমি ৬ উইকেটে ১০৩ রান সংগ্রহ করে জয় তুলে নেয়। দলের পক্ষে শ্রীকান্ত সর্বোচ্চ ৩৮ রান করে। সে সুবাধে শ্রীকান্ত ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের সহকারী ক্রিকেট কোচ হাবিবুল্লাহ মিজবাহ (নিশাদ)। আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। সকাল ৯ টায় প্রথম খেলায় মুখোমুখি হবে জুনিয়র ট্রেনিং একাডেমি (বি) এবং কোয়ালিটি স্কুল অব ক্রিকেট একাডেমি। দুপুর দেড়টায় দ্বিতীয় ম্যাচে খেলবে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) এবং ব্রাদার্স ক্রিকেট একাডেমি (বি)

পূর্ববর্তী নিবন্ধপ্রথম বিভাগ ক্রিকেট লিগে আগ্রাবাদ নওজোয়ানের বড় জয়
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত