জুনিয়র চেম্বার চট্টগ্রামের আয়োজন ‘মায়ার স্পর্শ’

| শুক্রবার , ২৪ জানুয়ারি, ২০২৫ at ৯:২০ পূর্বাহ্ণ

জুনিয়র চেম্বার চট্টগ্রামের অন্যতম আয়োজন ‘মায়ার স্পর্শ’২০২৫ সালের প্রথম কর্মসূচির একটি অনন্য পদক্ষেপ সম্পন্ন হলো শিশুদের মাঝে কম্বল এবং শীতকালীন জরুরি ওষুধ বিতরণের মাধ্যমে। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম “মায়ার স্পর্শ“ কর্মসূচি অব্যাহত রেখেছে, তবে এবারের কর্মসূচিটি পালিত হয়েছে শিশুদের মাঝে শীতের প্রয়োজনীয় ওষুধ এবং কম্বল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম, সমাজের অবহেলিত, নিরক্ষর, এতিম এবং সুবিধা বঞ্চিত শিশুদের ভবিষ্যত নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিশুদের সাথে সৌহার্দ্য ও ভালোবাসা, স্নেহ ও সহমর্মিতার বিনিময় যেন কোনো কিছুর কমতি ছিলনা এই বিতরণ কর্মসূচিতে। জেসিআই চট্রগ্রামের প্রেসিডন্ট গোলাম সরোয়ার চৌধুরী শিশুদের উদ্দেশ্যে বলেন, শিশুদের সার্বিক বিকাশ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার ভূমিকা অপরিসীম, সকল শিশুকে শিক্ষা গ্রহণ করতে হবে একজন মানুষের মত মানুষ হতে হলে । তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের কল্যাণে এবং শিশুদের ভবিষ্যত বিকাশের লক্ষ্যে যেকোনো সহযোগিতায় জেসিআই চট্টগ্রাম সর্বদা পাশে থাকবে।

জুনিয়র চেম্বার চট্টগ্রাম মায়ার স্পর্শ এই শীতকালীন উপকরণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেসিআই চট্টগ্রামের প্রেসিডেন্ট গোলাম সরোয়ার চৌধুরী, আইপি এলপি মোহাম্মদ ইসমাইল (মুন্না), ইভিপি জুনায়েদ আহমেদ রাহাত, ইভিপি মঈন উদ্দিন নাহিদ, ভাইস প্রেসিডেন্ট সাহেদ আলী সাকি, ভাইস প্রেসিডেন্ট মো: আলআমিন মেহরাজ বাপ্পী, সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আলম চৌধুরী, এঙিকিউটিভ এসিস্ট্যান্ট টু প্রেসিডেন্ট সাদ মুস্তাফিজ অনিন্দ্য, চেয়ারপারসন সায়হান হাসনাত, চেয়ারপারসন ফারিয়া আকবর রিয়া, ডিরেক্টর তৈয়্যবুর রহমান জাওয়াদ, ডিরেক্টর অনীক চৌধুরী, ডিরেক্টর সাকিব চৌধুরী, জেনারেল মেম্বার ফারজানা শারমিন। এছাড়া উপস্থিত ছিলেন মারকাযুল কুরআন ইসলামীয়া মাদ্রাসা সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৩১ দফার বক্তব্য ঘরে ঘরে পৌঁছে দিতে হবে
পরবর্তী নিবন্ধঅটিজম ও শিশু বিকাশ কেন্দ্রে চিটাগং রোটারী ক্লাবের অনুদান