বাংলাদেশ জুডো ফেডারেশন আয়োজিত জুডো বেল্ট ও ড্যান গ্রেডিং পরীক্ষা আগামী ১ জুলাই অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য চট্টগ্রাম জেলা জুডো দল আজ ৩০ জুন ঢাকা রওয়ানা হচ্ছে।
চট্টগ্রাম জেলা দলের পক্ষে অংশগ্রহণ করবেন হোসেন মো. নাঈম, ফারজানা আক্তার, মো. নাঈমুর রহমান, মো. কামরুজ্জামান মিজান, মো. মেহেদী হাসান সৈকত, মো. শাহেদুল ইসলাম, মো. ইমরান। ঢাকা যাত্রার প্রাক্কালে জেলা দল সিজেকেএস কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আবুল হাসেম, সিজেকেএস জুডো কমিটির সম্পাদক সৈয়দ জিয়াউদ্দিন সোহেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।