জীবন

সুপর্ণা লিপি বড়ুয়া | বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৪ at ৪:৫৯ পূর্বাহ্ণ

এত শংকা, দ্বিধাদ্বন্দ্ব মানুষের জীবনে।

বাঁচার জন্য লড়াই করছে প্রাণপণে।

খেয়ে পড়ে বেঁচে থাকার নামই কি জীবন?

যেখানে না আছে সম্মান, আত্মমর্যাদা।

চারপাশের পরিবেশ বড়ই ভয়াবহ।

মাথা উঁচু করে বেঁচে থাকা কঠিন তাই।

মানুষের মাঝে ক্রমশ বাড়ছে হিংস্রতা।

ভালোমন্দের বিবেকের কাছে মানুষ মেনেছে পরাজয়।

মানুষে মানুষে তাই দূরত্ব তৈরি হয়।

কারও কাজের সফলতায় প্রশংসা না করে

সমালোচনা করে বেশি।

তাই তো মুখ থুবড়ে পড়ে থাকে প্রতিবেশি।

চাওয়া পাওয়ার, আবেগ বেদনা, যন্ত্রণার।

চারিদিকে কী নিদারুণ হাহাকার।

নিস্তব্ধ পরিবেশ করুণ আর্তনাদ।

সমাজের বিরূপ চিত্র চোখে পড়ে।

মানুষ দেখেও না দেখার ভান করে।

পূর্ববর্তী নিবন্ধজয় পরাজয়
পরবর্তী নিবন্ধদলের ত্যাগী নেতা-কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই