জীবন সমুদ্রের শত সহস্র স্রোত পেরিয়ে ৮০ বছরে আবুল হায়াত

| রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:০০ পূর্বাহ্ণ

নেই কোনো বিতর্ক কিংবা ব্যর্থতার সিলমোহর! তার জীবনের পরতে পরতে পরিপূর্ণ প্রশংসাপ্রাপ্তি আর ভালোবাসা। তিনি কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। বরেণ্য অভিনেতার জন্মদিন ছিল গতকাল শনিবার। ১৯৪৪ সালের এই দিনে জন্মেছিলেন তিনি। জীবনের সমুদ্রে শত সহস্র স্রোত পেরিয়ে এবারে তিনি ৮০ বছরে পা রাখলেন। জন্মদিন নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই আবুল হায়াতের। খবর বাংলানিউজের।

পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়াভাবেই কাটবে। অভিনেতার জন্মদিন উদ্‌যাপন করবে টেলিভিশন অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। জন্মদিন নিয়ে আবুল হায়াত বলেন, জন্মদিন নিয়ে কখনোই আমার বিশেষ কোনো পরিকল্পনা থাকে না। পরিবারের সঙ্গে সময় কাটাই।

এদিন আমার নাতনি শ্রীষার জন্মদিন। ১২টা বাজলেই আমি ফোন করি, তারাও আমাকে ফোন করে। এ ছাড়া রাত থেকেই আত্মীয়স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীরা ফোন করে, খুদে বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানায়। এ মাসের শেষ দিকে প্রকাশ হবে আবুল হায়াতের আত্মজীবনী ‘রবি পথ’।

জন্মদিন উপলক্ষে প্রকাশের ইচ্ছা থাকলেও সময়স্বল্পতার কারণে তা সম্ভব হয়নি। তিন শতাধিক পৃষ্ঠার বইটি লিখতে আবুল হায়াতের সময় লেগেছে ১০ বছর। আত্মজীবনীতে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। রবি পথের প্রচ্ছদ করেছেন তার বড় মেয়ে অভিনেত্রী বিপাশা হায়াত। প্রকাশ হবে সুবর্ণ প্রকাশনী থেকে।

পূর্ববর্তী নিবন্ধবাবার জীবনের গল্প আসবে মেয়ের নির্মাণে
পরবর্তী নিবন্ধপুতিনের লুকিয়ে রাখা দুই ছেলের তথ্য ফাঁস