পাওয়া আর হারানো এই দুই বিষয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ। সারাজীবন মানুষ কিছু পায়, কিছু হারায়। কখনো সম্পত্তি হারায়, কখনো সম্মান, কখনো বন্ধু, কখনো অহং হারায়। কিন্তু হারানোটা খারাপ বিষয় না, কারণ হারানোর সাথেই সেই বিষয়ে অভিজ্ঞ হয়ে উঠেন। তাই যদি সত্যিই কিছু হারিয়ে ফেলেন তার থেকে শিক্ষা হারাবেন না। কারণ সেই শিক্ষার সাহায্যেই হারানো জিনিস পুনরায় ফিরে পেতে পারেন।
যুদ্ধ না করেও জয়ী হওয়া যায়। সব থেকে ভালো যুদ্ধ হলো সেটাই, যা কখনো লড়াই না করে বোঝাপড়া বা সন্ধি করা। সন্ধির কারণে সব আবশ্যক পরিস্থিতিতেই শুভ লাভ করা যায়। নিজের থেকে শক্তিশালীর সাথে যিনি সন্ধি করেন তিনি বিদ্বান। নিজের সমকক্ষের সাথে যিনি সন্ধি করেন তিনি গুণবান। আর নিজের থেকে দুর্বলের সাথে যিনি সন্ধি করেন, তিনি দয়াবান। একটা যুদ্ধ একাধিক শত্রু তৈরি করতে পারে, কিন্তু একটা মীমাংসা আপনাকে একজন প্রকৃত বন্ধু দিতে পারে।
হাতের মুঠো তখনই শক্ত করুন যখন যুদ্ধ এড়ানো অসম্ভব হয়ে পড়ে। নয়তো হাত বাড়িয়ে হাত মেলান, কারণ মিলনে যে সুখ পাওয়া যায়, যাতনায় তা নেই। এই সংসারে কি এমন আছে যা পাওয়া অসম্ভব? ধন, সম্পদ, সম্মান, প্রতিপত্তি, ভালোবাসা, প্রেম কোনটা, ভেবে দেখুন? সেটা হলো নিজের ভুল।
কেউ খুঁজে পাই না, আর কেউ খুঁজে পেলেও তা স্বীকার করে না। আর যারা স্বীকার করে নিজের দোষ তাদের সংসারে কোনও কিছুই পাওয়ার বাধা থাকে না। তাই আত্মবিশ্বাস রাখুন, আপনার দ্বারা কোনও ভুল যেন না হয়? ভুল হলে শুদ্ধ করে নেয়ার চেষ্টা করুন।
সময় ও পরিস্থিতি সবসময় এক রকম থাকে না। বিভিন্ন বয়সে মানুষের যেমন পরিবর্তন আসে, তেমনি বিভিন্ন সময় মানুষের বিভিন্ন ভাবে পার করতে হয়। ভালো মন্দ দুই মেনে নিয়ে সামনে এগিয়ে চলতে হয়।
দুঃখে যেমন ভেঙে পড়তে নেই, তেমনি সুখেও বেশি উচ্ছ্বাস প্রকাশ করতে নেই। জীবন বহমান, এটা কখনো থেমে থাকে না কারো জন্য। তাই যতটুকু সময় পাওয়া যায়, জীবনকে সাজিয়ে নেয়ার চেষ্টা করা উচিৎ।