জীবন ঘনিষ্ঠ কবিতা সংসারের অতলান্ত বেদনা–ভার
অপ্রকাশের যন্ত্রণা দেখে জীবন ও মানুষের
দিন যাপনের কথা বলে তুলে ধরে সংসারের হালচাল
অভাবের বহুরূপী দৃশ্যপট
অন্যথা সচ্ছলতা ও বিলাসিতার হাট বাজারের
স্বরূপ তুলে ধরে। জীবন ঘনিষ্ঠ কবিতা সহৃদয় স্বামী স্ত্রীর
সহযোগী সহমর্মী সহভাগিতা দেখে
এর ব্যত্যয় হলে উল্টো পিঠে দেখে রুদ্রমূর্তি দৈত্য মানব;
অসময়ে পরিশ্রমী মানুষের ঘুম ভাঙে,
অশোভন আচরণে কষ্টদাতা দানব।
জীবন ঘনিষ্ঠ কবিতা দেখে পরিবারের সহিংসতা
সংসারে টাকার গাছ হলে প্রতিনিয়ত দেখে
টাকা ছিনতাইয়ের ঘটনা।
জীবন ঘনিষ্ঠ কবিতা পিতা–মাতা
সন্তানের সুখময় সমঝোতার কথা বলে
অন্যদিকে অসমঝোতার অগ্নিতাপে জ্বালাপোড়ার কথা বলে—-
পড়ন্ত বয়সে কখনো বা রাগী
অগ্নিশর্মা গৃহকর্তার শান্ত স্বভাব– সুমতি দেখে।
জীবন ঘনিষ্ঠ কবিতা মাতৃস্নেহে সন্তানের পরিচর্যা দেখে
মমতাময়ী নারীর ত্যাগের কথা বলে,
গৃহী নারী অসুস্থ হলে তাকে চালিয়ে নিতে
অসমর্থ অকৃতজ্ঞ স্বজন দেখে, ঘরের সকল মানুষ মমতার
বন্ধনে সহাবস্থানে থাকার কথা বলে জীবন ঘনিষ্ঠ কবিতা।