জীবনের সবচেয়ে আনন্দের দিন

লাভিবা আক্তার অরণী

| বুধবার , ১৪ মে, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ

সমাবর্তনের দিনটি আমার জীবনের সবচেয়ে আনন্দের একটি মুহূর্ত বলে অনুভূতি প্রকাশ করেন লোকপ্রশাসন বিভাগের ২০১৭১৮ সেশনের সাবেক শিক্ষার্থী লাভিবা আক্তার অরণী। তিনি বলেন, চার বছরের কঠোর পরিশ্রমের ফল হাতে পেয়ে মনে হচ্ছিল কষ্ট সার্থক হয়েছে। গাউন আর টুপি পরে মঞ্চে হাঁটার সময় বুকটা গর্বে ভরে উঠেছিল। তবে এই আনন্দের মাঝেও একটা কষ্ট লুকানো ছিলচিরচেনা ক্যাম্পাস, বন্ধুদের আড্ডা, ক্লাসের ব্যস্ততাসব কিছুই যেন পিছনে ফেলে এলাম। নতুন জীবনের শুরু হলেও চবির স্মৃতি সারাজীবন বয়ে বেড়াবো। তিনি বলেন, এখন গন্তব্যের দিকে আমাদের পথচলা শুরু হবে। সেই নিজেকে ছাড়িয়ে যোগ্যতার স্বাক্ষর রাখার প্রতিযোগিতায় মেতে উঠবে সবাই।

পূর্ববর্তী নিবন্ধবাবাকে দেখাতে না পারার বেদনা
পরবর্তী নিবন্ধআয়োজকদের একজন হতে পেরে গর্বিত