পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করেছে। এতে বক্তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীর (দ.) আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন।
উরকিরচর জনতা সংঘ
রাউজানের উরকিরচর জনতা সংঘের তিন দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে বক্তারা বলেছেন, মুসলামানদের অনৈক্যের কারণে বিশ্বের দেশে দেশে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। বুকে ঈমানী শক্তি ও নবী (দ.) প্রেম জাগ্রত করে সকলেই ঐক্যবদ্ধ হলে কোনো শক্তি মুসলমানদের উপর নির্যাতন চালাতে সাহস করবে না। সংগঠনের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন সাইফের সঞ্চালনায় মাহফিলের দ্বিতীয় দিনে অতিথি বক্তা ছিলেন শায়খ আব্দুল মোস্তফা রাহীম আল আযহারী, মুফতি মাস্উদ রিজভী।
আন্জুমানে আশেকানে মোস্তফা পরিষদ
হযরত সুলতান বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ্ ময়দানে আন্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের যৌথ ব্যবস্থাপনায় ৬ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলের সুন্নী সমাবেশের ৫ম দিবসে সভাপতিত্ব করেন কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী। কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমীর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন মুহাম্মদ শফিউল আজম নেজামী, আনিসুজ্জামান আলকাদেরী, মাওলানা মুহাম্মদ শোয়াবুল ইসলাম আলকাদেরী, সৈয়দ মুহাম্মদ হাবিবুর রহমান সর্দার, শিব্বির আহমদ ওসমানী, ক্বারী মুহাম্মদ হানফ, মুহাম্মদ নেজাম উদ্দিন সোহাগ। এতে বক্তারা বলেন মহানবীর আগমন সকল সৃষ্টির জন্য রহমত স্বরূপ। শেষে বিশের্ব শান্তি কামনায় মুনাজাত করা হয়।
দারুল উলুম আলীয়া মাদ্রাসা
সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) বিশ্বের ঈমানী প্রেরণার জয় বাণী নিয়ে আমাদের সামনে রবিউল আওয়াল মাসে হাজির হয়। মানুষের মনে কালিমা দূর করার জন্য ঈদে মিলাদুন্নবীতে রাসুল (দ.) এর আকীদা ও নির্দেশনা মেনে চলাই হচ্ছে আমাদের একমাত্র পাথেয়। পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উপলক্ষে গত বৃহস্পতিবার দারুল উলুম আলীয়া মাদ্রাসা আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বক্তার বক্তব্যে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি ছৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী বলেন, প্রিয়নবীর (দ.) অনুপম শিক্ষা অনুসরণের মাধ্যমেই বিশ্বের শান্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে। মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসাইনের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাহবুবুল আলম ছিদ্দিকী, মকছুদ আহমদ, মাওলানা মুফতি ছৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী প্রমুখ।
খিতাপচর মাবুদিয়া দরবার
বোয়ালখালীতে আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়ার পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার খিতাপচরের শাহ মাবুদিয়া দরবার শরীফ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বোয়ালখালীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ছদারত করেন অধ্যক্ষ মুফতি আবদুর রহীম আলকাদেরী।ম াহফিলে বিশেষ অতিথি ছিলেন মাওলানা আব্দুল করিম, মাওলানা ফরিদ উদ্দীন কাদেরী, মাওলানা ছৈয়দুল হক আনছারী, মাওলানা আব্দুল কুদ্দুস আলকাদেরী, মাওলানা আবদুন নবী আলকাদেরী, মাওলানা নুরুল ইসলাম রহিমী, মাওলানা আব্দুল জব্বার আলকাদেরী, মাওলানা নজির আহম্মদ, মাওলানা এহছান কাদেরী, মাওলানা মাহবুবুল আলম আলকাদেরী, মাওলানা ইসমাঈল কাদেরী, মাছুমুল কালাম প্রমুখ।
চরণদ্বীপ রজভীয়া ফাযিল মাদ্রাসা
আহলে সুন্নাত ওয়াল জামাত বোয়ালখালী শাখার উদ্যোগে এবং চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে গত বৃহস্পতিবার জশনে জুলুছ বের করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মুফতি মুহাম্মদ ইদ্রিছ রেজভী বলেন, পবিত্র মিলাদুন্নবী (দ.) হচ্ছে উম্মতে মুহাম্মদীর জন্য সকল ঈদের সেরা ঈদ। নবী প্রেম হচ্ছে ঈমানের পূর্ব শর্ত। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহাম্মদ শোয়াইব রেজা।
সৈয়দ বাড়ি দরবার শরীফ
ফটিকছড়ি প্রতিনিধি জানান, উপজেলার গাউছিয়া সমিতি বাংলাদেশের আয়োজনে জসনে জুলুস ঈদে মিলাদুন্নাবী (দ.) অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সৈয়দ বাড়ী দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মসিহুদ্দৌলা। সকাল সাড়ে ৮টায় জাফত নগরস্থ তেলপারই সৈয়দ বাড়ি দরবার শরীফের পীর আল্লামা অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদা (র)র মাজার শরীফ জেয়ারতের মাধ্যমে জুলুসের সূচনা হয়। সেখান থেকে জাহানপুর হয়ে পাঁচ কিলোমিটার দূরে ধর্মপুর আজাদী বাজার চত্বরে আরেকটি পথ সভায় মিলিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন
জমিয়তুল ফালাহ মসজিদ ও কমপ্লেক্স ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামে সরকারিভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বোরহান উদ্দীন, মোহাম্মদ আবু হাসান। সভাপতিত্ব করেন ইদ্রিস। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মোহাম্মদ রেজা জমিয়তুল ফালাহ মসজিদ। মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর জাফরুল্লাহ।
এস.এম নাছিমা বেগম দাখিল মাদ্রাসা
পটিয়ার আলহাজ্ব এস.এম নাছিমা বেগম দাখিল মাদ্রাসার আয়োজনে ৫ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলের ৫ম দিন গত ২৮ অক্টোবর মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম.এ রহিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ছিপাতলী গাউছিয়া মুঈনিয়া কামিল মাদারাসার প্রধান মুফাসসির গাজী শফিউল আলম নেজামী। বিশেষ অতিথি ছিলেন হাফেজ আহমদ আল কাদেরী, আল্লামা সোহাইল আনছারী। আনোয়ারুল আজিমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, এরফানুল করিম সিদ্দিকী, মুহাম্মদ বেলাল উদ্দিন, আবুল কালাম বেলাল, মোকাম্মেল হক তালুকদার, মুহাম্মদ আবু সরোয়ার, ফয়েজ আহমদ, নুর মোহাম্মদ, আলাউদ্দিন, হাফেজ লিয়াকত আলী, মাস্টার ইকবাল হোসেন, মাস্টার মহিউদ্দিন, মাস্টার সাইফুদ্দিন, মাস্টার আবুল ফয়েজ মামুন, ডা. নুরুল আলম, মুহাম্মদ আলী আজগর, মুহাম্মদ ইদ্রিস মেম্বার, মোহাম্মদ মিয়া সওদাগর, মুহাম্মদ সেলিম চৌধুরী, হাবিবুর রহমান, মাহবুব আলম আলম, মফজল আহমদ সওদাগর প্রমুখ।
হলদিয়া জুলুছ আঞ্চলিক কমিটি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে হলদিয়ায় আহলে সুন্নাতের জশনে জুলুছ গত ৩১ অক্টোবর হলদিয়া পুরাতন বৈজ্জারহাট হতে অনুষ্ঠিত হয়। জুলুছটি হলদিয়ার আঞ্চলিক প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হলদিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন চাইল্ড কেয়ার একাডেমী প্রাঙ্গনে এসে শেষ হয়। এত সভাপতিত্ব করেন আল্লামা ইদ্রিস আনসারী। স্বাগত বক্তব্য রাখেন মুহাম্মদ আলী মেম্বার। সাহাবুল ইসলাম সিকদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নুরুল আবছার রেজভী, জাফর আলম নুরী, মুহাম্মদ হোসাইন মাষ্টার, মাষ্টার মুহাম্মদ ইছমাইল, এম বেলাল উদ্দিন, নুরুল হুদা মুহাম্মদ আক্কাস, শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, এস এম ইকবাল বাহার, মুহাম্মদ জাহেদুল আলম, শায়ের মাওলানা ছালামত রেজা কাদেরী, শায়ের মাওলানা হাসান রেজা কাদেরী প্রমুখ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
দক্ষিণ হাশিমপুর দারোগাহাট
পবিত্র মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আহ্লে সুন্নাত ওয়াল জমা’আত কর্ণফুলী দক্ষিণ শাহ্মিরপুর দারোগা হাট শাখার উদ্যোগে ২৯ অক্টোবর এক মাহফিল মুফ্তি কাজী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমীর সদারতে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা হাসান রেজভী, আবু সালেহ আবেদী, হাসানুদ্দীন কাদেরী রেজভী, অধ্যক্ষ বেলাল উদ্দিন, ফোরকান আশরাফী প্রমুখ। এ উপলক্ষে ফকিরনীর হাট রাস্তার মাথা হতে জুলুস আরম্ভ হয়ে দারোগাহাট গাউসিয়া শাহ আমিন হাশেমী মাদ্রাসা ময়দানে শেষ হয়।
আন্জুমানে রযভীয়া তৌছিফিয়া
আন্জুমানে রযভীয়া তৌছিফিয়া কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে গত ৩০ অক্টোবর পূর্ব নাসিরাবাদে ওবায়দুন নাছের নঈমীর সভাপতিত্বে এক মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাওলানা সৈয়দ মুহাম্মদ হাসান মুরাদ কাদেরী। প্রধান বক্তা ছিলেন আ’লা হযরত গবেষক নূরুল আবছার রেজভী। স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ জহিরুল ইসলাম নাঈম। এইচ এম নেজাম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুহাম্মদ নিজাম উদ্দীন রেজভী, মুহাম্মদ আলাউদ্দিন, আবুল ফয়েজ, মুহাম্মদ আলমগীর, শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ ইছমাইল, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ আলী হায়দার, মাওলানা হেলাল উদ্দীন রেজভি, মাওলানা নূর মুহাম্মদ কাদরী, লোকমান আকবর চৌধুরী, আহাদ উদ্দীন সোহেল, মাওলানা ইলিয়াছ রেযা, মাওলানা আবু তৈয়ব, হাফেজ আবদুল আহাদ সিদ্দিকী, শায়ের পেয়ার মোহাম্মদ, মুহাম্মদ ইরফান রেযা, মহিউদ্দীন কাউসার, মুহাম্মদ জিয়াউল হক, মুহাম্মদ মহসিন, আবু আব্বাস, আরাফাত উল্লাহ রেজভি প্রমুখ।
ছিপাতলী গাউসিয়া কামিল মাদরাসা
হাটহাজারী প্রতিনিধি জানান, উপজেলার ছিপাতলী জামেয়া গাউসিয়া মূঈনিয়া কামিল মাদরাসা ও আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়ার যৌথ ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে জুলুসের আয়োজন করা হয়। গত শুক্রবার মাদরাসা সংলগ্ন হুজুর কেবলা আল্লামা আজিজুল হক আল কাদেরীর (রা.) মাজার জেয়ারত শেষে জুলুশ বের করা হয়। এ উপলক্ষে দরবারের সাজ্জাদনশীন শাহাজাদা আবুল ফারাহ মুহাম্মদ ফরিদ উদ্দিনের (মা.জি.আ) নেতৃত্বে মাদরাসা থেকে হাটহাজারী-নাজিরহাট সড়কে বাস স্ট্যান্ড এলাকায় আল্লামা গাজী শেরে বাংলা (রা.) মাজার জেয়ারতের পর র্যালিটি শেষ হয়। পরে হাটহাজারী জামেয়া আনোয়ারুল উলুম নোমানীয়া মাদরাসা প্রাঙ্গনে জুলুসের পর জামায়েতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আবুল ফারাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন (মা.জি.আ)। আল্লামা মো. শফিউল আলম আজিজির সঞ্চলনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মুহাম্মদ অদুদ আল কাদেরী, গাজী মুহাম্মদ শফিউল আলম নেজামী, মুহাদ্দিস মাওলানা এ কে এম ইউসূফ আল কাদেরী।
আমীর ভান্ডার কমপ্লেক্স
পটিয়া প্রতিনিধি জানান, আমীর ভান্ডার কমপ্লেক্সের উদ্যোগে জশনে জুলুছ পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আমির ভান্ডার দরবার শরীফের শাহী ময়দানে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন কমপ্লেঙের সভাপতি ফরিদুল আবছার শাহ আমিরী, এতে প্রধান অতিথি ছিলেন মেয়র অধ্যাপক হারুনুর রশীদ। বক্তব্য রাখেন শাহসুফি মামুন রশীদ শাহ আমিরী, আইয়ুব বাবুল, টিপু সোলতান চৌধুরী, সরওয়ার হায়দার, আমির হোসেন, মো. নাছির উদ্দিন, আলমগীর আলম, এম এন এ নাছির, এসএমএকে জাহাংগীর, নুরুল ইসলাম দরবারের সাজ্জাদানশীনদের মধ্যে ছিলেন শাহসূফি কুতুব উদ্দিন শাহ আমিরী।
বহদ্দারহাট জামে মসজিদ
বহদ্দারহাট জামে মসজিদে ২৯ থেকে ৩১ অক্টোবর তিনদিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মিলাদ ও জিকির মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। বহদ্দারহাট জামে মসজিদের খতিব আল্লামা নিজাম উদ্দিন রশিদীর (ম.জি.আ) সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বহদ্দারহাট জামে মসজিদের মোতোয়াল্লী আল রিয়াদ বিন মির্জা, মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি মোহাম্মদ সোহরাওয়ার্দী, মো.ওমর ফারুক, ডা. নুরুল আবছার, ডা. সাইফুল্লাহ প্রমুখ।
দোহাজারী জামিজুরী আজিজিয়া সুন্নিয়া মাদ্রাসা
চন্দনাইশ প্রতিনিধি জানান, দোহাজারী জামিজুরী আজিজিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ব্যবস্থাপনায় জশনে জুলুস গত শুক্রবার মাদ্রাসা প্রাঙ্গন থেকে শুরু হয়ে দোহাজারী পৌরসদরস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ অভ্যন্তরীন বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। পরে মাদ্রাসা প্রাঙ্গনে এক মিলাদ মাহফিল পরিষদের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে ও কাজী শাহেদ নুরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এম বাবর আলী ইনু, আবদুল্লাহ আল নোমান বেগ, নবাব আলী, মো. লোকমান হাকিম, মোহাম্মদ সোলাইমান, মো. জামাল উদ্দীন, মাও. আবদুল কুদ্দুস, মাও. সিরাজ উদ্দীন, আবু ছৈয়দ নেজামী, আবদুল মোমেন লাভলু, জিল্লুর রহমান আলমগীর, কাজী জহির নুর প্রমুখ। পরে আখেরী মোনাজাত পরিচালানা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাও. মুফতি আহমদ হোসাইন আলকাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।
একইদিন চন্দনাইশ ছৈয়দ মোহাম্মদপাড়া রহমানিয়া আহমদিয়া এ এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানা পরিচালনা কমিটির উদ্যোগে জশনে জুলুস মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা প্রাঙ্গনে এক মিলাদ মাহফিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মো. তৈয়বুর রহমানের সভাপতিত্বে ও মো. নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু। তাছাড়া চন্দনাইশ শাহছুফি মমতাজিয়া জাহাগিরিয়া দরবার শরীফসহ বিভিন্ন মাদ্রাসার উদ্যোগেও যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।