জীবনকে উপভোগ করতে হলে …

জাহিদ তানছির | সোমবার , ৩১ অক্টোবর, ২০২২ at ৬:১০ পূর্বাহ্ণ

মানুষের জীবনটা বড়ই বিচিত্র। কে কখন কোন পরিস্থিতির সম্মুখীন হয় তা কেউই অনুধাবনের সুযোগ নেই। তারপরও ভাল থাকার জন্য প্রতিনিয়ত মানুষ জীবনের সাথে সংগ্রাম করে চলছে। এতে কেউ সফল হয় কেউবা ব্যর্থ। জাগতিক নিয়মে মানুষের অসীম শক্তি ও ক্ষমতা সবসময়ই নতুন সুযোগ তৈরী করে দেয়। তাই প্রতিটি মুহূর্তই অভিজ্ঞতার। মানুষ নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে। ভাল-মন্দ, ভূল-ত্রুটি বোঝার মত অনুভুতি না থাকলে কঠিন সময়ে সে মানুষ মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। ফলে বিষণ্নতায় ভুগে নিজের ভাল লাগাটুকুও অসহ্য হয়ে উঠে। বিষণ্নতা কাটাতে এ সময়টুকুতে যে কারোরই মানসিক সার্পোট একান্তই জরুরি। নিজের পরিবার কিংবা খুব কাছের কেউ এর সহযোগী হতে পারে। জীবনের কোনো কিছুই যেমন স্থায়ী না, তেমনি এই খারাপ সময়টাও একসময় শেষ হয়। এটাই বাস্তবতা। একটু ভাবলে বোঝা যায়, চলমান জীবনে ছোটখাটো নানা কঠিন সময় আরও এসেছে, জীবনে ঘটে যাওয়া সেসবটুকুও পার করে আমরা ঠিকই এগিয়ে চলেছি। এভাবে সামনে আরও নানা সুন্দর ও সমৃদ্ধ অভিজ্ঞতা আমাদের সবার জীবনে অপেক্ষা করে আছে। কাজেই, সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেয়ার জন্য জীবনকে ভালোবাসতে হবে। মোট কথা জীবনকে উপভোগ করতে হলে তার পরিচর্যা নিজেকেই করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধতোমার কাছে মনটা রেখে
পরবর্তী নিবন্ধরেল ক্রসিং দুর্ঘটনাও বেড়ে চলছে