জিয়ার নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল

নগর, উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে নানা কর্মসূচি পালন

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩১ মে, ২০২৩ at ৫:৫২ পূর্বাহ্ণ

দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নগরে নানা কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ষোলশহরস্থ বিপ্লব উদ্যানের বিপ্লব বেদীতে পুস্পস্তবক অর্পণ। এসময় বিএনপি নেতারা দাবি করেন, বাংলাদেশের স্বাধীনতা ও জিয়াউর রহমান এক অবিচ্ছেদ্য অংশ।

নগর বিএনপি : নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, চান্দগাঁও থানায় একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে। মামলাহামলা নির্যাতননিপীড়ন করে বিএনপিকে এই স্বৈরাচার সরকারের পতন আন্দোলন থেকে সরিয়ে রাখা যাবে না।

নগর বিএনপির উদ্যোগে বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণকালে একথা বলেন তিনি। এসময় বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। উপস্থিত ছিলেন এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দীন, ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা, আবদুল মান্নান, মোহাম্মদ শাহেদ, এইচ এম রাশেদ খান, মনোয়ারা বেগম মনি।

উত্তর জেলা বিএনপি : উত্তর জেলা বিএনপির উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ পূর্ব সমাবেশে সংগঠনের আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবেই। এসময় উপস্থিত ছিলেন এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ্ব ছালাহ উদ্দিন, নুরুল আমিন, নূর মোহাম্মদ, সরোয়ার আলমগীর, কাজী সালাউদ্দিন, কর্নেল আজিম উল্লাহ বাহার, অ্যাড আবু তাহের, আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক আজম খাঁন, ডা. খুরশিদ জামিল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সেলিম চেয়ারম্যান, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার।

দক্ষিণ জেলা বিএনপি : আহ্বায়ক আবু সুফিয়ানের নেতৃত্বে শোকর‌্যালির মধ্য দিয়ে শহীদ বিপ্লব উদ্যানে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দক্ষিণ জেলা বিএনপি। এসময় উপস্থিত ছিলেন এনামুল হক এনাম, মোশাররফ হোসেন, অ্যাডভোকেট ইফতেখার হোসেন মহসিন, এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, লায়ন নাজমুল মোস্তফা আমিন, খোরশেদ আলম, মফজল আহমদ চৌধুরী, ভিপি মোজাম্মেল, ইছহাক চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী ও শফিকুল ইসলাম রাহী।

নগর স্বেচ্ছাসেবক দল : সংগঠনের সভাপতি এইচ এম রাশেদ খানের নেতৃত্বে পুষ্পস্তবক অপর্ণ করে নগর স্বেচ্ছাসেবকদল। এসময় উপস্থিত ছিলেন হারুন আল রশিদ, জিয়াউর রহমান জিয়া, সিরাজুল ইসলাম ভূইয়া, এম. আবু বক্কর রাজু, সাজ্জাদ হোসেন, জাকির হোসেন, আব্দুল মান্নান, মফিজ উদ্দিন সুমন, মো. আলমগীর, নাছির উদ্দিন, আকবর হোসেন মানিক, কামরুল হাসান।

পূর্ববর্তী নিবন্ধটানা দ্বিতীয় দিন একশর বেশি কোভিড রোগী শনাক্ত
পরবর্তী নিবন্ধতত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে নির্বাচন : ফখরুল