জিলাপি পাহাড়ে আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ মার্চ, ২০২৩ at ৫:০০ পূর্বাহ্ণ

নগরীর লালখান বাজার এলাকার জিলাপি পাহাড়ের ওপর থাকা জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। বিড়িসিগারেট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন ফায়ার কর্মীরা। গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টায় এ ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের স্টেশন ম্যানেজার শফিকুল ইসলাম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, জিলাপি পাহাড়ের উপরে আগুন লাগার খবর পেয়ে আমাদের তিনটা গাড়ি ছুটে যায়। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হতাহতও হয়নি কেউ। পাহাড়ের উপর থাকা পাতায় প্রথমে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধ১০ শিক্ষা প্রতিষ্ঠানে হাজারো শিক্ষার্থী খেলার মাঠ নেই একটিও
পরবর্তী নিবন্ধ১৫ থানা এলাকায় মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশ কাল