জিরি ফকিরা জামে মসজিদের নতুন ভবন উদ্বোধন

পটিয়া প্রতিনিধি | সোমবার , ২১ মার্চ, ২০২২ at ৯:২৫ পূর্বাহ্ণ

পটিয়ার জিরি ইউনিয়নে জিরি ফকিরা শাহী জামে মসজিদের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন নির্মাণ শৈলীতে নির্মিত এ নতুন ভবন গত শুক্রবার দুপুরে উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, মীর গ্রুপের চেয়ারম্যান মীর আহমদ সওদাগর, কমার্স ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রশিদ আহমদ চৌধুরী, পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, ডায়মন্ড সিমেন্টের চেয়ারম্যান লায়ন হাকিম আলী, শিল্পপতি আবদুস ছালাম, মো: সামশুল আলম, বিএনপি নেতা এনামুল হক এনাম, মসজিদের মতোয়াল্লি সামশুল আলম সওদাগর, শাহ্‌ মো: ইব্রাহিম, আহমদ শাহ, বদিউল আলম সওদাগর, আবছার সওদাগর, আবুল মনসুর, জিরি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম টিপু, কুসুমপুরা ইউপি চেয়ারম্যান মো: জাকারিয়া ডালিম, শফি চেয়ারম্যান, কুসুমপুরা ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর, সাবেক ছাত্রলীগ নেতা হাবিব জয়। উদ্বোধনী অনুষ্ঠানে আড়াই হাজার মুসল্লির মাঝে জায়নামাজ, আতর, টুপি ও খাবার বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, জিরি ফকিরা শাহী মসজিদ একটি ঐতিহ্যবাহী মসজিদ। মুসল্লি ধারণক্ষমতা না হওয়ায় পুরাতন মসজিদ ভবনের পাশাপাশি দৃষ্টিনন্দন ও আধুনিক নির্মাণ শৈলীতে নির্মিত ভবনে কয়েক হাজার মানুষ নিয়মিত ইবাদত বন্দেগিতে অংশ নিতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধপিটুপির সাথে এভারকেয়ার হাসপাতালের এমওইউ স্বাক্ষর
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড তাহের-মনজুর কলেজে নবীনবরণ