জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দুই দিনের কর্মসূচি

| বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি, ২০২৪ at ৮:২৫ পূর্বাহ্ণ

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালনে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল বুধবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। খবর বিডিনিউজের।

রিজভী জানান, বৃহস্পতিবার দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে বিএনপি। শুক্রবার ভোরে সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও সকাল ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এতে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

১৯৩৬ সালে ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়ী গ্রামে জন্ম নেন জিয়াউর রহমান। রিজভী বলেন, ‘আমরা মহান এই নেতার জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের উদ্যোগ নিয়েছি। দলের সর্বস্তরের নেতাকর্মীরা ‘স্বাধীনতার ঘোষক’, ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা’, ‘আধুনিক বাংলাদেশের রূপকার’ জিয়াউর রহমানকে স্মরণ করবে নানা কর্মসূচির মধ্য দিয়ে।’ দিবসটিতে পোস্টার ও সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ করবে বিএনপি। দলের সহযোগী সংগঠনের উদ্যোগে হবে আলোচনা সভা।

পূর্ববর্তী নিবন্ধহিফজুল কোরআন প্রতিযোগিতা, বিজ্ঞান ও এথিকস অলিম্পিয়াড
পরবর্তী নিবন্ধসত্যে অটল থাকাই হযরত আবু বকরের শিক্ষা