সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ‘যাকাত ওয়েলফেয়ার ফান্ড’ পরিচালিত কর্মহীন নারীদের দক্ষমানব সম্পদে উন্নীত করার লক্ষ্যে ‘দক্ষ নারী উন্নয়ন কর্মসূচি’র আওতায় রাউজান নোয়াজিষপুরস্থ মূঈনীয়া আজিজিয়া মাদরাসা কমপ্লেঙে চলমান সেলাই কাজে প্রশিক্ষণপ্রাপ্ত ৬ষ্ঠ ব্যাচের দক্ষতা অর্জনকারী ১৫ জনকে সনদপত্র বিতরণ করা হয়। গত ২৩ ডিসেম্বর মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রিয় পর্ষদের সদস্য মোহাম্মদ মনজুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ১৫নং নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলাল হোসেন মানিক। বক্তাগণ বলেন, সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট দক্ষ নারী উন্নয়ন কর্মসূচির মাধ্যমে গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের দারিদ্র্য দূরীকরণ, টেকসই ও সুষম উন্নয়ন, বৈষম্য নিরসন, নারীর ক্ষমতায়নে সামাজিক নিরাপত্তামূলক বহুমাত্রিক কর্মসূচি বাস্তবায়নে অসামান্য অবদান রেখে চলছে। এতে মোহাম্মদ আকতার হোসাইন, শিক্ষিকা শামীমা আক্তার, প্রশিক্ষক শাহেদা ইয়াসমিন, দিদার আলম দিদার, কাজি হেলাল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।