চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, জিয়াউর রহমান অন্তর থেকে নয়, বাধ্য হয়েই মুক্তিযোদ্ধা হয়েছিলেন। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সাথে সরাসরি জড়িত। ৩ নভেম্বরের জেলহত্যার সময়ও তার প্রত্যক্ষ ভূমিকা ছিল। ৭ নভেম্বর ভোরবেলায় মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা, সৈনিক হত্যার সময়ও তিনি নেপথ্যের প্রধান কুশীলব ছিলেন। এই জিয়াউর রহমান মনে প্রাণে পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী ছিলেন। তিনি মুক্তিযুদ্ধ করলেও পাকিস্তানী হানাদার বাহিনীর অনুচর ছিলেন এবং তিনি অবৈধভাবে ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের রাজনীতিতে পুর্নবাসিত করেছিলেন। তার পরবর্তী কার্যকলাপে প্রমাণিত হয় তিনি পাকিস্তানী ভাবধারায় বিশ্বাসী।
তিনি গতকাল মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ মার্কেট চত্বরে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা ও সৈনিক হত্যা দিবসে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদী সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বিএনপি ও জামাতের উদ্দেশ্যে বলেন, বেশি বাড়াবাড়ি করবেন না। আপনাদের জন্ম আজন্মের পাপ। গণতন্ত্র আপনাদের মুখের কথা, অন্তরে কুটিলতা ও বিষবাষ্প। আপনারা দু–চারটি গাড়িতে অগ্নিসংযোগ করে এবং পুলিশ হত্যা করে যে হিংসাত্মক অপরাজনীতি করছেন এর দায় অবশ্যই বহন করতে হবে। তিনি অযৌক্তিক অবরোধ ও হরতালের নামে জনগণের জানমালের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সম্পদহানি হলে জনগণকে নিয়ে তা প্রতিরোধ করা হবে বলে ঘোষণা দিয়ে বলেন, আগামীকাল (আজ) থেকে নগরীর গুরুত্বপূর্ণ ১৯টি পয়েন্টে মহানগর আওয়ামী লীগ অবস্থান নেবে। প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ, সহসভাপতি খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, শাহজাদা কাজী আবদুল মালেক, সালাউদ্দিন ইবনে আহমেদ প্রমুখ। মঞ্চে উপস্থিত ছিলেন সহসভাপতি এড ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, উপদেষ্টা শফর আলী, শেখ মাহমুদ ইছহাক, শফিক আদনান, হাসান মাহমুদ শমসের, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী প্রমুখ।
চট্টগ্রাম উত্তর জেলা : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মুক্তিযোদ্ধা হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিন, এড ফখরুদ্দিন চৌধুরী, মো. আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, আফতাব উদ্দিন চৌধুরী, আবুল কাশেম চিশতি, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ, উপদেষ্টা এড এম এ নাসের চৌধুরী, নাজিম উদ্দিন তালুকদার, বেদারুল আলম চৌধুরী বেদার, ফোরকান উদ্দিন আহমেদ, সরোয়ার হাসান জামিল, মো. সেলিম উদ্দিন, দিলোয়ারা ইউসুফ, এড বাসন্তী প্রভা পালিত, রওশন আরা রত্না প্রমুখ।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : গতকাল বিকেল ৪টায় আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আলোচনা সভা সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহসভাপতি এড. মুজিবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এড. ্লজহির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন মনসুর, শ্রম সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ আঙ্গুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুর রহিম, মহিলা বিষয়ক সম্পাদক খালেদা আক্তার চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক জয়নুল আবেদীন জুনু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য নাছির উদ্দিন, মুজাহিদ বিন কায়সার, মমতাজ উদ্দিন, সুরেশ দাশ, রেহেনা ফেরদৌস, ফারজানুল হক মিতু, মিজানুর রহমান, জয়নাল আবেদীন, মো. ইরফান উদ্দিন, আবু বকর জীবন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।