জিয়াউর রহমান আধুনিক কর্মমুখর বাংলাদেশের রূপকার

দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভায় বক্তারা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩ জুন, ২০২৪ at ৩:২৮ অপরাহ্ণ

বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আধুনিক কর্মমুখর বাংলাদেশের রূপকার বলে দাবি করেছেন দলটির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। তিনি বলেন, শহীদ জিয়া বাংলাদেশের ইতিহাসের পাতায় এক বীর সৈনিক ও এ দেশের গণতান্ত্রিক চেতনা বোধ জাগিয়ে তোলা মানুষের নিবেদিত প্রাণ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল রোববার দুপুরে নগরের দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জিলানি বলেন, জিয়াউর রহমানের দুরদর্শী চিন্তা চেতনার ফসল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিএনপির জন্ম দিয়ে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি উপহার দিয়েছিলেন শহীদ জিয়া। বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে মানুষের বাক স্বাধীনতা ও সংবাদপত্রে স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদ, গণতান্ত্রিক এবং ধর্মীয় মূল্যবোধগত আদর্শের দ্বারাই বিশ্বাসী বলেই বিএনপি এ দেশের মানুষের কাছে জনপ্রিয় দল।

চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার এর সভাপতিত্বে ও সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, আরিফ হাওলাদার, সিনিয়র যুগ্ম সম্পযুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর, মাসুদ সিকদার, মতিউর রহমান রাসেল, মুরিদুল আলম মুরাদ, কামাল উদ্দিন, সাদ্দাম হোসেন, তৌহিদুল ইসলাম, শোয়েবুল ইসলাম, নিজাম উদ্দিন, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাঈম উদ্দিন চৌধুরী, সদস্য সচিব আতিকুর রহমান আতিক, চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনায়েম খান, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, চন্দনাইশ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম, বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন চৌধুরী, সদস্য সচিব দিদারুল আলম দিদার, বাঁশখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সদস্য সচিব মো: জাহেদ, বোয়ালখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল আলম মানিক, বোয়ালখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: ইব্রাহিম, কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: ফারুক, সদস্য সচিব মো: দিদার, সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো: মিজানুর রহমান, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: আনোয়ার হোসেন, উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফৌজুল কবির রুবেল, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো: আতাউর রহমান খান কায়সার, আশরাফ উদ্দিন, সরওয়ার উদ্দিন, রাশেদুল আলম, শহিদুল্লাহ ফরহাদ, আবদুচ ছালাম, শামসুল ইসলাম সুমন, আবুল কাশেম মিয়া, মীর সাইফুর রহমান, আবদুল কাদের, আবদুস সালাম, নাছির উদ্দিন দিদার, সালমান ইফতেখার, মো: মনির হোসেন, মো: রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মো: আবদুল কাদের, মো: নিজাম উদ্দিন, ইমন শাহ, ইমতেয়াজ করিম পিন্টু, মো: এরশাদ, মো: হেফাজ, মো: মিজান, জয়নাল আবেদীন, মো: রিয়াজ, এস এ রাসেল, আমির সানি, আমির খসরু বাপ্পী, মো: কফিল উদ্দিন, শাকিল, আমিন, আবু ইউসুফ, মো: তৌহিদ, মো: অজিজ, মো: ইসমাইল, মো: জুয়েল, মো: ইমরান, হেলাল উদ্দিন, মো: হেফাজ, মো: সিরাজ, মো: জসিম উদ্দিন, হুমায়ন কবির, রিদুওয়ান উদ্দিন, মো: মুকতার, মো: শাহজাহান।

পূর্ববর্তী নিবন্ধসুপার ওভারে ওমানকে হারাল নামিবিয়া
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে টিলার মাটি কেটে কৃষি জমি ভরাট, ৩ লক্ষ টাকা অর্থদণ্ড