জার্মানির হামবুর্গ বিমানবন্দরে সশস্ত্র এক ব্যক্তি একটি শিশুকে নিয়ে নিরাপত্তা বাধা অতিক্রম করে গাড়ি চালিয়ে টারমাকের ভেতরে অবস্থান নিয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় শনিবার ঘটনার পর থেকে বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। গাড়িতে থাকা সশস্ত্র ব্যক্তির বয়স ৩৫ বছর। তার সঙ্গে থাকা শিশুটি বছর চারেকের। গাড়িটি একটি উড়োজাহাজের নিচে পার্ক করে আছে বলে জানিয়েছেন হামবুর্গ পুলিশের একজন মুখপাত্র। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে বলেও জানান তিনি। ওই ব্যক্তি দুইবার বাতাসে গুলি ছুঁড়েছে এবং গাড়ি থেকে জ্বলন্ত বোতল ছুঁড়ে মেরেছে। খবর বিডিনিউজের।
পুলিশ ধারণা করছে, সন্তানকে নিজের হেফাজতে পাওয়া নিয়ে বিরোধের জেরে ঘটনা ঘটিয়েছেন ওই ব্যক্তি। কারণ, শিশুটির মা পুলিশকে বলেছেন, শিশুটির বাবা তার সঙ্গে যোগাযোগ করে কাণ্ডের কথা জানিয়েছেন। পুলিশ ওই ব্যক্তিকে বুঝিয়ে বিমানবন্দর থেকে বের করে আনার চেষ্টা করছে বলে জানিয়েছে বিবিসি। ঘটনায় এখন পর্যন্ত ২৭টি ফ্লাইট বিঘ্নিত হয়েছে জানিয়ে বিমানবন্দরের একজন মুখপাত্র বলেন, স্থানীয় সময় শনিবার রাত পেরিয়ে রোববার প্রথম প্রহরের দিকেও একই পরিস্থিতি বিরাজ করছে।