জিম্বাবুয়ে সিরিজে ওয়াকারকে পাচ্ছে না পাকিস্তান

| বুধবার , ২১ এপ্রিল, ২০২১ at ১১:০৫ পূর্বাহ্ণ

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বোলিং কোচ ওয়াকার ইউনিসকে পাচ্ছে না পাকিস্তান। তার পরিবার থাকে অস্ট্রেলিয়ায়। স্ত্রীর অস্ত্রোপচারের সময় পাশে থাকার জন্য ছুটি দেওয়া হয়েছে তাকে। পাকিস্তানের হয়ে টানা ব্যস্ততার কারণে ১০ মাস পর পরিবারের সঙ্গে দেখা হবে তার। হারারে থেকে গতকাল মঙ্গলবার সিডনির উদ্দেশে উড়াল দিয়েছেন কিংবদন্তি এই ফাস্ট বোলার। জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে বুধবার। এরপর আছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ওয়াকারের বদলি হিসেবে এই সিরিজে কাউকে রাখছে না পাকিস্তান। ওয়াকারের স্ত্রীর অস্ত্রোপচার হবে আগামী মাসে। তবে অস্ট্রেলিয়ায় গিয়ে কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতা আছে। এজন্যই আগেভাগে রওনা দিতে হচ্ছে তাকে। পাকিস্তানের হয়ে ক্রিকেট বিশ্বজুড়ে জৈব-সুরক্ষা বলয়ে থাকার কারণে ১০ মাস পর পরিবারের সঙ্গে দেখা হবে ওয়াকারের। গত সেপ্টেম্বরে অবশ্য কিছুটা ফাঁকা সময় পেয়ে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে কোয়ারেন্টিনের অষ্টম দিনে খবর পান বাবার মৃত্যুর। তাকে আবার ফিরে আসতে হয় লাহোরে।

পূর্ববর্তী নিবন্ধসুপার লিগের অনুমোদন সম্ভব নয় : ফিফা সভাপতি
পরবর্তী নিবন্ধচার পেসার নিয়েই বাংলাদেশ স্কোয়াড