বাংলাদেশে ক্রিকেটের ভক্ত অনেক। তবে খেলায় অবশ্যই উত্তেজনা থাকতে হবে। তাহলেই টেলিভিশন কিংবা মাঠে গিয়ে খেলা দেখবেন ভক্ত–সমর্থকরা। কিন্তু বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচে সেই উত্তেজনা ও প্রতিযোগিতা লক্ষ্য করা যায় না। যে কারণে আফ্রিকার এ দেশটির সঙ্গে বাংলাদেশের খেলা হলে দর্শকদের উন্মাদনা কমে যায় অনেকখানি। ভক্ত–সমর্থকদের মনোজগত বিশ্লেষণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য হতাশাজনক এক সিদ্ধান্ত নিয়েছে প্রচারমাধ্যমগুলো। আগামীকাল রোববার থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজের সমপ্রচার স্বত্ব কেনেনি কোনো টেলিভিশন মাধ্যম। লোকসানের শঙ্কায় এমন সিদ্ধান্ত নেয় তারা। আগ্রহী দর্শকদের কথা চিন্তা করে আসন্ন দুই টেস্টের সিরিজটি সরাসরি সমপ্রচার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এই সমপ্রচার বিসিবি নির্ধারিত প্রোডাকশন স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া ফিড ব্যবহার করে করা হবে। গতকাল শুক্রবার বিটিভি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়। বিসিবি গত ১৯ মার্চ একটি খোলা দরপত্র আহ্বান করেছিল। যেখানে মিডিয়া রাইটস পার্টনার পেতে আগ্রহী পক্ষগুলোকে আর্থিক প্রস্তাবসহ আগ্রহপত্র (ইওআই) জমা দিতে বলা হয়। কিন্তু ৭ এপ্রিল নির্ধারিত সময়সীমা শেষ হলেও কোনো প্রতিষ্ঠান তাতে সাড়া দেয়নি। সমপ্রচারস্বত্ব কেনার জন্য কেউ এগিয়ে না আসায় বিসিবি বাধ্য হয়ে রাষ্ট্রীয় সমপ্রচার মাধ্যম বিটিভির দ্বারস্থ হয়। যাতে দেশের ক্রিকেটপ্রেমীরা ঘরে বসে ম্যাচ উপভোগ করতে পারেন। সামপ্রতিক বছরগুলোতে বাংলাদেশের ঘরোয়া সিরিজগুলো টি স্পোর্টস এবং জি টিভি–তে সমপ্রচারিত হয়ে আসছিল মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে। তবে এবার সেটি হচ্ছে না। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট শুরু হবে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
সিলেটে যেহেতু তুলনামূলকভাবে কম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়, তাই সেখানকার দর্শকদের মধ্যে জিম্বাবুয়ে সিরিজ নিয়ে বাড়তি আগ্রহ রয়েছে। ক্রিকেট ভক্তদের সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল বৃহস্পতিবার সিলেট টেস্টের টিকিট বিক্রির সময় ও মূল্য প্রকাশ করেছে বিসিবি। এরপরই বাড়তি উদ্দীপনা দেখা গেছে সিলেটবাসীদের মাঝে। প্রকাশিত টিকিটের মূল্য তালিকায় দেখে গেছে, ৫০ টাকা খরচা করলেই জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার লড়াই দেখা যাবে গ্যালারিতে বসে। টিকিট বিক্রি শুরু হবে আজ শনিবার থেকেই। বিসিবি জানিয়েছে, শনিবার সিলেট স্টেডিয়ামের কাউন্টারে সকাল ৯টা থেকেই টিকিট বিক্রি শুরু হবে। খেলা শুরুর দিন অর্থাৎ রোববার টিকিট পাওয়া যাবে মধুমতি ব্যাংকের সিলেটের আম্বারখানা শাখায়। এবার ৫০ টাকার সহ ৭ ক্যাটাগরিতে টিকিট বিক্রি করবে বিসিবি। যেখানে গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০ টাকা, ক্লাব হাউস: ২৫০ টাকা, শহীদ আবু সাইয়েদ স্ট্যান্ড ১০০ টাকা, গ্রিন হিল এলাকা ৫০ টাকা, ইস্টার্ন গ্যালারি (গেট–৩) ৫০ টাকা, ইস্টার্ন গ্যালারি (গেট–২) ১৫০ টাকা, শহীদ তুরাব স্ট্যান্ড (ওয়েস্ট গ্যালারি) ৫০ টাকা।