জিমনেশিয়ামে রক্ষিত সামগ্রী সরাতে প্রধান নির্বাচন কমিশনারকে সিজেকেএস’র চিঠি

| রবিবার , ১৯ মে, ২০২৪ at ১১:১৮ পূর্বাহ্ণ

গত ৩০ জুলাই চট্টগ্রাম১০ সংসদীয় শূন্য আসনে উপ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সামগ্রী রাখার জন্য সিজেকেএস জিমনেশিয়াম বরাদ্দ দেয়া হয়েছিল। এর ফলে বিভিন্ন ইনডোর খেলা সমূহ সাময়িক স্থগিত করা হয়। কিন্তু নির্বাচন সম্পন্ন হওয়ার পরও দীর্ঘদিন নির্বাচনী সামগ্রীসমূহ না সরানোয় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা কর্র্তৃক ইনডোর খেলাগুলো আয়োজন করা সম্ভব হচ্ছিল না। এরফলে সিজেকেএস এর পূর্ব নির্ধারিত ক্রীড়াসূচি মোতাবেক প্রতিশ্রুত খেলা সমূহ আয়োজন করতে পারেনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। অবশ্য এ নিয়ে সিজেকেএস এর পক্ষ থেকে নির্বাচন কমিশন বরাবরে দুটো চিঠিও দেয়া হয়। এতে কোন ব্যবস্থা না নেয়ায় চট্টগ্রামের খেলাধুলার বৃহত্তর স্বার্থে গত ১৬ মে পুনরায় জিমনেশিয়ামে রক্ষিত নির্বাচনি সামগ্রী সরিয়ে নেয়ার জন্য সিজেকেএস সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্র নির্বাচন কমিশন অফিসে প্রেরণ করা হয়। চট্টগ্রাম বিভাগীয় নির্বাচন কার্যালয়ের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলীর হাতে সিজেকেএস এর পক্ষে পত্র প্রদান করেন সিজেকেএস সহসভাপতি এ,কে,এম, এহেছানুল হায়দর চৌধুরী বাবুল এবং সিজেকেএস নির্বাহী সদস্য মোহাম্মদ দিদারুল আলম। অবশ্য গতকাল থেকে জিমনেশিয়াম খালি করার কাজ শুরু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে ঐতিহ্যবাহী বলী খেলা সম্পন্ন
পরবর্তী নিবন্ধজয় দিয়ে প্রিমিয়ার লিগ শেষ মুক্তিযোদ্ধার