৮ম জিপিএইচ গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী গত ১ এপ্রিল ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সভাপতি ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সমাপনী পর্বে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক আবু বকর সিদ্দীক, কামরুল ইসলাম এফসিএ, ইঞ্জিনিয়ার মাদানী এম ইমতিয়াজ হোসেন, শোভন মাহবুব শাহাবুদ্দীন, এডভাইজার আরাফাত কামাল, আমিরুল ইসলাম,চিফ পিপল অফিসার শারমিন সুলতান সহ উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
দু’দিনব্যাপী আয়োজিত এ টুর্নামেন্ট গত ৩১ মার্চ শুরু হয় এবং ১ এপ্রিল সকালে টুর্নামেন্ট উদ্বোধন করেন ইষ্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট বিগ্রেডিয়ার জেনারেল এ বি এম শেফাউল কবির। এসময় উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল এবং এডভাইজার কর্নেল মোহাম্মদ শওকত ওসমান (অব)। টুর্নামেন্টে ১৭৭ জন দেশি-বিদেশি গলফার অংশগগ্রহণ করেন। এতে চ্যাম্পিয়ন হয়েছেন মেজর আনোয়ারুল হক, রানার আপ হয়েছেন রুবাইয়াত তানভীর।