জিপিএইচ ইস্পাত প্রিমিয়ার ফুটবল লিগ কাল শুরু

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৪ সেপ্টেম্বর, ২০২২ at ১১:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং জিপিএইচ ইস্পাত লি: এর পৃষ্ঠপোষকতায় প্রিমিয়ার ফুটবল লিগ কাল ৫ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩.৩০ টায় শুরু হচ্ছে। চট্টগ্রাম এম.এ.আজিজ ষ্টেডিয়ামে লিগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। লিগের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লি. এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল। উদ্বোধনী খেলায় অংশ নেবে গতবারের চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন এবং নবাগত শতদল ক্লাব। এবারের লিগের সব খেলা এন. স্পোর্টস এর মাধ্যমে সরাসরি ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হবে। প্রিমিয়ার লিগ শুরু উপলক্ষে গতকাল শনিবার সিজেকেএস কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল। তিনি জানান, এবারের প্রিমিয়ার ফুটবল লিগে মোট ১০টি দল অংশগ্রহণ করছে। দলসমূহ হচ্ছে, ব্রাদার্স ইউনিয়ন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ, কোয়ালিটি স্পোর্টস ক্লাব, মাদারবাড়ী উদয়ন সংঘ, চ.ব.ক ক্রীড়া সমিতি, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ, বি.সি.আই.সি ক্রীড়া সংসদ, কাস্টমস এস.সি., শতদল। সরাসরি লিগ পদ্ধতিতে খেলাসমূহ অনুষ্ঠিত হবে। সর্বমোট ৪৫টি খেলা অনুষ্ঠিত হবে। এ লিগের বাজেট নির্ধারণ করা হয়েছে ৮,৮৫,০০০ টাকা। গতবারের মত এবারের লিগ স্পন্সর করছে জিপিএইচ ইস্পাত লি:। এবারের লিগে প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে পুরস্কার প্রদান করা হবে। আগের মতো ক্রেষ্ট প্রদানের সাথে এবার সেরা খেলোয়াড়কে ১০০০ টাকা অর্থ পুরস্কারও দেয়া হবে। সাবেক কৃতি ফুটবলার পান্না নন্দী লাল এবং নন্দী রামলাল লাতু তাদের পিতা হরেন্দ্র লাল নন্দীর নামে এ অর্থ প্রদান করবেন।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন সিডিএফএ সভাপতি এস.এম শহীদুল ইসলাম এবং সিজেকেএস সহ সভাপতি মো. হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিডিএফএ সহ সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দীন হাসান, মো. হারুন আল রশীদ, সিডিএফএ নির্বাহী সদস্য কাজী মোহাম্মদ জসিম উদ্দীন, সিজেকেএস ফুটবল কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক মো. আক্তারুজ্জামান, মাহমুদুর রহমান মাহবুব, মকসুদুর রহমান বুলবুল, লোকমান হাকিম মো. ইব্রাহিম, মো. আবু জাহেদ, মো. জাহেদ হোসেন, এম.এ মুসা বাবুল, সিডিএফএ যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধহকি লিগে দল কিনছেন সাকিব
পরবর্তী নিবন্ধনদী পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার চেষ্টা, নিহত ৮