জিন্নাত আলী রানা

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২৮ জুলাই, ২০২৪ at ১০:৫২ পূর্বাহ্ণ

দোহাজারী হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জিন্নাত আলী রানা (৫০) বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহেরাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। গত শনিবার সকালে দোহাজারী উল্লাপাড়া জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, কৃষকলীগের সাধারন সম্পাদক নবাব আলী, দোহাজারী প্রেসক্লাব সভাপতি এসএম নাসির উদ্দিন বাবলু, সাধারন সম্পাদক আজগর আলী সেলিম, মোহাম্মদ আকবর গভীর শোক প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধবিকডার প্রেসিডেন্ট নূরুল কাইয়ুম খানের মাতার ইন্তেকাল
পরবর্তী নিবন্ধরিক্সাচালক ও ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণ