জিআরআই এর সাথে যুক্ত হল স্ট্যান্ডার্ড ব্যাংক

রিপোর্টিং এনগেজমেন্ট প্রোগ্রাম

| বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ১১:৩৪ পূর্বাহ্ণ

সাসটেইনেবিলিটি রিপোর্টিং-এ জিআরআই স্ট্যান্ডার্ড নিশ্চিত করতে গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ (জিআরআই) এর সাথে একটি সাসটেইনেবিলিটি রিপোর্টিং এনগেজমেন্ট প্রোগ্রামে যুক্ত হল স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে গত ২৬ অক্টোবর একটি ভার্চুয়াল মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ এবং জিআরআই দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ড. অদিতি হালদার উক্ত প্রোগ্রাম সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেন। সভায় স্ট্যান্ডার্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান, ব্যাংকের বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ ও সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের প্রধান মো. বাহার মাহমুদ, জিআরআই দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপক রুবিনা পালসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে
পরবর্তী নিবন্ধপ্রয়াসের কেবিনেট সভা ৩০ অক্টোবর